রবিবার, ০৩ এপ্রিল, ২০১৬, ০৮:৫৯:৪০

একজন যোগ্য পুরুষ চান অভিনেত্রী

একজন যোগ্য পুরুষ চান অভিনেত্রী

বিনোদন ডেস্ক : বিলবোর্ডে স্বামী চেয়ে অন্যরকম বিজ্ঞাপন দিয়ে রীতিমতো সমালোচনার ঝড় তুলেছেন থাইল্যান্ডের এক টেলিভিশন তারকা।

ডেইলি মেইল জানায়, অরণ্য ‘পুই’ পাথুমথং নামের ৪৫ বছর বয়সী ওই অভিনেত্রীর দাবি- তিনি এখনো কুমারী।  একজন যোগ্য পুরুষ চান তিনি।

নিজের আবেদনময়ী একটি ছবি-সম্বলিত বিজ্ঞাপন দিয়ে তার ক্যাপশনে অরণ্য লিখেছেন- ‘চল্লিশ বছরেও আমি ভার্জিন, পাত্র চাই’।  এ অভিনেত্রীর সেই বিলবোর্ডটি এখন ঝুলছে থাইল্যান্ডের রাজধানীতে।

ডেইলি মেইল জানায়, এখানেই শেষ নয়, বিলবোর্ডে নিজের ফোন নম্বরও জুড়ে দিয়েছেন তিনি।  সব মিলিয়ে যেকোনো মূল্যে যেন তার একজন স্বামী চাই।

থাইল্যান্ডের রাজপথে থাকা ওই বিজ্ঞাপনে দেখা যায়- অন্যরকম শরীরী প্রদর্শন করে পোজ দিয়েছেন অরণ্য।  

স্থানীয় সংবাদমাধ্যমকে বিজ্ঞাপনের ব্যাপারে নিজের দৃঢ় অবস্থানের কথা জানিয়ে ওই তারকা বলেছেন, আমার চাওয়ার ব্যাপারে আমি সিরিয়াস।

তবে এ ধরনের বিজ্ঞাপন নিয়ে প্রবল আপত্তি তুলেছে পুলিশ।  পুলিশের পক্ষ থেকে বিজ্ঞাপনী সংস্থাকে জরিমানা করার পাশাপাশি বিলবোর্ডটি নামিয়ে ফেলতেও বলা হয়েছে।
৩ এপ্রিল,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে