বিনোদন ডেস্ক : ঢাকাই সিনেমার গ্লামারস গার্ল হিসেবে পরিচিত জনপ্রিয় অভিনেত্রী পরীমণির একটি ছবি ভাইরাল হয়ে পরেছে ফেসবুকে। যেখানে দেখা যাচ্ছে তার মুখভর্তি কালি! আর তাই প্রশ্ন উঠেছে, অমন করে পরীর মুখে কালি মেখে দিল কে?
এমন প্রশ্নে উত্তর খুঁজতে গিয়ে জানা যায়, পরীমনি বর্তমানে কাজ করছেন মালেক আফসারীর নতুন ছবি ‘অন্তর জ্বালা’তে। এখানে তার চরিত্রটি একজন হিন্দু মেয়ের। সে মুসলিম এক ছেলেকে ভালোবাসে সবার অজান্তে। একটা সময় তার মা জানতে পারেন। মা তখন রান্না ঘরে কাজ করছিলেন। আর তখন মা কালিমাখা হাতেই তাকে চড়-থাপ্পর মারেন। ওতেই তার মুখে কালি লেপটে যায়।
জানা গেছে, প্রায় একমাস ধরে পিরোজপুরে চলছে মালেক আফসারির পরিচালনায় ‘অন্তর জ্বালা’ ছবির শুটিং। টানা ২৯ দিন ধরে পিরোজপুরের বিভিন্ন লোকেশনে ‘অন্তর জ্বালা’র শুটিং চলছে। প্রতিদিন ১২ ঘন্টা শুটিং করে আরো ২০দিন এভাবেই শুটিং চলবে বলে জানিয়েছেন নির্মাতা।
৪ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন