বিনোদন ডেস্ক : সবাই যেখানে নিজের শরীরের রঙ ফর্সা করার জন্য হাজার জাজার টাকা দু’হাত ভরে খরচা করে চলেছেন। সেখানে কিনা নিজের গায়ের রঙ কালো করার জন্য উঠে পড়ে লেগেছেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট!
ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, ইদানিং নাকি কালো হওয়ার চেষ্টায় রয়েছেন আলিয়া ভাট। আপ্রাণ চেষ্টা করছেন ত্বকের জ্বেল্লাটা একটু যদি কমানো যায়। চুলে কমলা রঙের ছোঁয়া নাকি ইতিমধ্যেই পড়ে গেছে।
গোপন সূত্রের খবর, ভাট পরিবারের কনিষ্ঠা কন্যার এতসব আয়োজন অভিষেক চৌবের 'উড়তা পাঞ্জাবে'র জন্য। যাতে এক প্রতিশ্রুতিমান হকি খেলোয়াড়ের চরিত্রে দেখা যাবে আলিয়াকে।
জানা গেছে, ছবির প্রেক্ষাপটে পাঞ্জাব থাকলেও আলিয়াকে দেখা যাবে স্ট্রাগলিং ভোজপুরি হকি খেলোয়াড় হিসেবে। যে কিনা পাঞ্জাবে আসে বিশ্ব হকিতে নিজের জায়গা তৈরি করার স্বপ্ন নিয়ে।
এমনিতে নিজের ছবির বিষয়বস্তু নিয়ে বেশ কয়েকদিন ধরেই লুকোছাপা করছেন পরিচালক অভিষেক। তবে, কস্টিউম ডিজাইনার পায়েল সালুজা স্বীকার করে নিয়েছেন আলিয়ার গায়ের রঙ নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চলছে। আসল কথা জানা যাবে জুন মাসের ১৭ তারিখ। সেই দিনই মুক্তি পাবে শাহিদ-কারিনা-আলিয়ার এই ছবি।
৪ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন