সোমবার, ০৪ এপ্রিল, ২০১৬, ০২:৪৩:৩৫

এ বছরের বাজে ছবি ‘দিলওয়ালে’ পেয়েছে অষ্টম ‘কেলা’!

এ বছরের বাজে ছবি ‘দিলওয়ালে’ পেয়েছে অষ্টম ‘কেলা’!

বিনোদন ডেস্ক : ভালো কাজের জন্য যেমন পুরস্কার আছে। তেমন মন্দ কাজের জন্য আছে পুরস্কার। হাস্যকর হলেও এটাই সত্যি। আর তাই তো এ বছর সব থেকে বাজে ছবির পুরস্কার পেয়েছে শাহরুখ খান ও কাজল অভিনীত ‘দিলওয়ালে’ ছবি। সম্প্রতি অষ্টমবারের মতো ‘গোল্ডেন কেলা’ বিজয়ীদের নাম ঘোষণা করার পর এ তথ্য জানা গেছে।

মুক্তির আগে থেকেই শাহরুখ-কাজল জুটির ‘দিলওয়ালে’ ছবি নিয়ে দর্শকদের আগ্রহ ছিল তুঙ্গে। কিন্তু এ ছবি দর্শকদের তেমন সন্তুষ্ট করতে পারেনি। ‘বোম্বে ভেলভেট’, ‘তেভার’, ‘শানদার’, ‘সিং ইজ ব্লিং’ ছবিকেও পেছনে ফেলে এই ছবি নেতিবাচক দিক থেকে এগিয়ে আছে।

এ বছরের সবচেয়ে বাজে অভিনেত্রী হয়েছেন সোনম কাপুর, ‘প্রেম রতন ধন পায়ো’ ছবির জন্য। একই ছবির জন্য পরিচালক সুরুজ বরজাতিয়া ‘বাজে পরিচালক’-এর উপাধি পেয়েছেন।

সুরুজ পাঞ্চোলি এ বছর ‘সেরা নবাগত’ বিভাগে একাধিক পুরস্কার ঘরে তুললেও ‘গোল্ডেন কেলা’ কর্তৃপক্ষ তাঁকে বছরের সবচেয়ে বাজে অভিনেতা হিসেবে বিবেচনা করেছে। ‘সবচেয়ে অর্থহীন সিক্যুয়েল’-এর পুরস্কার পেয়েছে ‘এমএসজি-দুই’ ছবিটি।

মজার বিষয় হলো, ‘প্রেম রতন ধন পায়ো’ ছবির যে টাইটেল ট্র্যাক নিয়ে এত মাতামাতি, সে-ই কিনা এই আসরে পেয়েছে ‘সবচেয়ে বিরক্তিকর গান’-এর পুরস্কার।

এ ছাড়া বিভিন্ন বিভাগে ‘বাজে’ এবং ‘বিফল’ পুরস্কার পেয়েছে, ‘ শানদার’ ছবির পরিচালক বিকাশ ভেল, ‘কাট্টি বাট্টি’ ছবির অভিনেতা ইমরান খান, চলচ্চিত্র ‘পেয়ার কা পাঞ্চনামা’, ‘ম্যায় অউর চার্লস’।
৪ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে