সোমবার, ০৪ এপ্রিল, ২০১৬, ০৩:০৯:৩৯

জানেন কি ‘ফ্যান’য়ে কে ছিলেন শাহরুখ খানের প্রেমিকা?

জানেন কি ‘ফ্যান’য়ে কে ছিলেন শাহরুখ খানের প্রেমিকা?

বিনোদন ডেস্ক : শাহরুখ খানের নতুন ছবি ‘ফ্যান’। এ নিয়ে আলোচনা চলছে তুমুল। দর্শকদের আগ্রহেরও কমতি নেই এ ছবিটি নিয়ে। এরই মধ্যে বিতর্ক তো আছেই। তবে সব থেকে মজার বিষয় হচ্ছে, আলোচিত ‘ফ্যান’ ছবিতে শাহরুখ খানের নায়িকা কে?

ছবির নায়িকা কাকে রাখা হয়েছে? এ নামটি এতদিন চমক হিসেবেই রাখা হয়েছিল। প্রকাশ করা হয়নি নায়িকার নাম। এমনকি গণমাধ্যম কর্মীরাও জানতে পারেনি ‘ফ্যান’ ছবির নায়িকা কে? তবে সম্প্রতি তা জানা জানা গিয়েছে।

ফ্যান ছবিতে ‘কিং খান’-এর বিপরীতে দেখা যাবে অভিনেত্রী ওয়ালুসকা ডি’সুজাকে। মিডিয়ায় তার শুরু মডেলিং দিয়ে। প্রথম ছবিতেই নিজের পছন্দের তারকার সঙ্গে কাজ করতে পেরে যারপরনাই খুশি বলিউডের এই নতুন সদস্য।

শাহরুখ খানের সাথে অভিনয় করতে পেরে বেশ উচ্ছ্বসিত ওয়ালুসকা ডি’সুজা। তিনি তার অভিজ্ঞতার কথা জানিয়ে বলেন, ‘শাহরুখের সঙ্গে কাজ করতে পারা আমার কাছে স্বপ্নের মতো। আমি এখনো একটা ঘোরের মধ্যে আছি।’

তিনি বলেন, ‘শুটিং করতে গিয়ে আমি একটুও ঘাবড়াইনি, কারণ তিনি (শাহরুখ খান) এত বড় একজন তারকা হওয়া সত্ত্বেও সবার সঙ্গে সাধারণ মানুষের মতোই আচরণ করেন। আমি তার কাছ থেকে বিনয়ী হতে শিখেছি।’
৪ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে