বিনোদন ডেস্ক : সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন বাংলাদেশের প্রখ্যাত নির্মাতা শহীদুল ইসলাম খোকন। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে চলচ্চিত্র নির্মাতা, অভিনেতা ও অভিনেত্রীসহ চলচ্চিত্র সংশ্লিষ্ট সবার মাঝেই।
আজ সোমবার সকাল সোয়া আটটার সময় নির্মাতা শহীদুল ইসলাম খোকন উত্তরার আধুনিক হাসপাতালে মারা যান। তার মৃত্যুর সংবাদ শুনে চলচ্চিত্র সংশ্লিষ্ট সবাই ছুটে এসেছেন সব কাজ স্থগিত করে। এর মধ্যে ভীষণ ভাবে ভেঙে পরেছেন বাংলাদেশের প্রিয় দর্শনী অভিনেত্রী মৌসুমী। কেন না, মৌসুমীর অধিকাংশ ছবির পরিচালকই ছিলেন শহীদুল ইসলাম খোকন।
সংবাদ মাধ্যমের ক্যামেরায় মৌসুমীকে পাওয়া গেল কান্না কান্না বিধ্বস্ত চেহারায়। বোরখা পরে এসেছেন তিনি। সংবাদকর্মীরা কথা বলতে চাইলেও ভেঙে ভেঙে কথা বলছিলেন তিনি। বারবার কেঁদে ফেলেছেন তিনি।
মৌসুমী বলেন, সারাজীবন উনি মানুষের বিপদে পাশে দাঁড়িয়েছেন। মানুষকে ভালোবাসার অসম্ভব গুণ ছিল তার। তার প্রতি কারো যদি কোনো পাওনা অথবা দাবি থাকে, সেই দাবি ছেড়ে দেবেন প্লিজ।
মৌসুমীর পাশাপাশি অনেকেই ছুটে গেছেন খোকনের বাসায়। অভিনেতা রুবেল, ওমর সানি, পরিচালক মুশফিকুর রহমান গুলজার, রায়হান মুজিব প্রমুখও সকালে হাজির হন খোকনের বাসায়। খোঁকনের প্রথম পরিচালিত চলচ্চিত্র ‘রক্তের বন্দি’।
৪ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন