সোমবার, ০৪ এপ্রিল, ২০১৬, ০৫:৪৯:৫১

শহীদুল ইসলাম খোকনের আলোচিত ১০ ছবি

শহীদুল ইসলাম খোকনের আলোচিত ১০ ছবি

বিনোদন ডেস্ক : সম্ভবত শহীদুল ইসলাম খোকনই নির্মাতাদের মধ্যে অন্যতম মেধাবী একজন পরিচালক। যার প্রতিটি কাজই ছিল অসাধারণ নৈপূণ্য। আর তা দিয়ে তিনি জয় করেছেন বাংলাদেশের অসংখ্য মানুষের হৃদয়। ফলে ক্যামেরার পিছনের মানুষ হয়েও পেয়েছেন তারকাখ্যাতি। রয়েছে তার অসম্ভব রকম জনপ্রিয়তাও।

তার হাত ধরেই চলচ্চিত্রে জনপ্রিয়তা পেয়েছেন রুবেল থেকে শুরু করে চিত্রনায়িকা সিমলা। এমনকি মৌসুমীর অনেক ব্যবসা সফল ছবির নির্মাতাও এই নির্মাতা।

শহীদুল ইসলাম খোকনের সব থেকে বড় গুণ হচ্ছে, তার প্রতিটি ছবির বিষয় বস্তুই থাকতো ভিন্ন রকম। সেখানে যেমন থাকত রম্য, প্রেম, বিরহ, দেশ প্রেমসহ চলমান সামাজিক প্রেক্ষাপট। দর্শকরা সিনেমা হলে গিয়ে কখনোই বঞ্চিত হতেন না বিনোদন থেকে। পরিপূর্ণ বিনোদন নিয়েই ফিরতেন দর্শকশ্রেণী। আর তাই তো শহীদুল ইসলাম খোকনের ছবি মানেই ছিলো ব্যবসা সফল।

বাংলা সিনেমার ইতিহাসে সোনালী অতীত বলতে যে সময়টাকে বোঝানো হয় সেসময়ে এই শহীদুল ইসলাম খোকনই ছিলেন অন্যতম একজন সিনেমা কারিগর। তার ছবির প্রতিটি গল্পই ছিল মৌলিক। কখনোই তার বিরুদ্ধে উঠেনি নকল করার অভিযোগ।

প্রেক্ষাগৃহে বাংলার দর্শকদের ধরে রাখার দারুণ মন্ত্র জানা এই তুমুল জনপ্রিয় আর মেধাবী সিনেমা কারিগর আজ সোমবার সকাল সোয়া আটটার সময় চলে গেলেন না ফেরার দেশে। রেখে গেলেন তার অমর সব সৃষ্টি।

আসুন তবে তার নির্মিত ছবিগেুলো থেকে দশটি উল্লেখ্য যোগ্য ছবির নাম জেনে নিই, ১। ‘ভন্ড’। ২। ‘ম্যাডাম ফুলি’। ৩। ‘বজ্রমুষ্ঠি’। ৪। ‘সন্ত্রাস’। ৫। ‘টপ রংবাজ’। ৬। ‘লড়াকু’। ৭। ‘লাল সবুজ’। ৮। ‘ঘাতক’। ৯। ‘বিশ্বপ্রেমিক’। ১০। ‘ভন্ড-২’।
৪ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে