সোমবার, ০৪ এপ্রিল, ২০১৬, ০৭:২৪:৪০

বলিউড সুন্দরীদের থেকে পোপের সাথে প্রেম করা ভালো : হৃত্বিক

বলিউড সুন্দরীদের থেকে পোপের সাথে প্রেম করা ভালো : হৃত্বিক

বিনোদন ডেস্ক : গত কয়েকদিনে কত কাণ্ডই না ঘটালেন হৃত্বিক রোশন। তার হালের কাণ্ড কারখানা দেখে বোঝা দায়, বিতর্ক তার পিছু ছাড়ছে না, না কি তিনি বিতর্কের পিছু ছাড়তে চাইছেন না? বলা নেই, কওয়া নেই, আবারও ধর্মীয় ভাবাবেগে আঘাত করে বসলেন জুনিয়র রোশন।

অভিনেত্রী কঙ্গনা রানাউতের সঙ্গে তার তিক্ত সম্পর্কের তথ্যকে আরো জোড়ালো ভাবে প্রমাণ করতে গিয়ে হৃত্বিক একটি টুইট করেছিলেন। বলেছিলেন, বলিউডের কোনো সুন্দরী অভিনেত্রীর সঙ্গে সম্পর্কে যাওয়ার চেয়ে পোপের সঙ্গে প্রেম করা ভাল।

হৃতিকের এহেন টুইটের পরই, খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষের ভাবাবেগে আঘাত করার অপরাধে হৃতিককে আইনি নোটিস পাঠান মহারাষ্ট্রের সংখ্যালঘু কমিশনের সাবেক ভাইস প্রেসিডেন্ট আব্রাহাম মাথাই৷
এরপর সবটাই সামাল দেয়ার চেষ্টা করছিলেন ডুগ্গু।

তিনি বলেছিলেন, নিজের অজান্তেই মানুষের ধর্মীয় ভাবাবেগে আঘাত করে তিনি দুঃখিত। আরো কয়েক ধাপ এগিয়ে হৃত্বিকের আইনজীবী বলেন, টুইটে হৃত্বিক যে পোপের কথা উল্লেখ করেছিলেন, সেটি আসলে একটি মাছ। হৃতিক খ্রিস্টান ধর্মগুরু পোপের বিরুদ্ধে কিছুই বলেন নি।

আইনজীবীর এই বক্তব্যের পরেই, টেকস্যাভি লোকজন পোপ নামক মাছের সন্ধানে ইন্টারনেটে সার্চ করা শুরু করেন। সার্চ এত বেশি পরিমাণে হয় যে গুগল সার্চ অপশনে পোপ লিখলেই 'পোপ ফিস' চলে আসে। সেই অজানা 'পোপ ফিস'-কে নিয়েও একটা টুইট করেছেন জুনিয়র রোশন। সেদিন ঠিক কী যে বলতে চাইছেন হৃত্বিক তা স্বয়ং ঈশ্বরই জানেন। আর তিনি না জানলেও, পোপ আশাকরি জানেন।
৪ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে