বিনোদন ডেস্ক : সম্প্রতি সোশ্যাল মিডিয়া তো বটেই, এমনকী সংবাদমাধ্যমগুলোতেও হু-হু করে ছড়িয়ে পড়েছিল খবরটা। কাদের খান না কি আর বেঁচে নেই! কিন্তু, সব রটনাকে ভুয়া প্রমাণিত করে সত্য সংবাদ প্রকাশ পেলো অভিনেতার ঘনিষ্ঠ বন্ধুদের তরফ থেকে। কাদের খান বেঁচে আছেন এবং তিনি অনেক সুস্থ আছেন।
'সব টুইট আর পোস্ট মিথ্যে! কাদের খান বহাল তবিয়তেই আছেন। এই তো, গতকাল সন্ধেবেলাতেই ওঁর সঙ্গে আমার কথা হয়েছে', জানাচ্ছেন খান-পরিবারের ঘনিষ্ঠ বন্ধু ফৌজিয়া আরশি। ফৌজিয়ার পরিচালিত ছবি 'হো গয়া দিমাগ কা দহি'-তেই এখনো পর্যন্ত শেষ বারের মতো অভিনয় করেছেন কাদের খান।
তাই পরিচালিকার অনুরোধ, 'দয়া করে এই খবরে কান দেবেন না। এমন খবর রটানোও বন্ধ করুন!' আসলে, বিভ্রান্তিটা হয়েছে অন্য জায়গায়। দীর্ঘ দিন ধরেই অসুখে ভুগছেন বর্ষীয়ান এই অভিনেতা। অসুখ তার হাঁটাচলা তো বটেই, এমনকী কেড়ে নিয়েছে ভাল করে কথা বলার ক্ষমতাও! বর্তমানে মুম্বাইয়ের বাড়িতে চিকিৎসক এবং পরিজনের কড়া নজরদারিতে রয়েছেন তিনি। সেই জন্যই এমন খবর রটেছে বাতাসে।
তবে, কে বা কারা এমন খবর রটালেন, সে বিষয়ে এখনো কোনো সংবাদ পাওয়া যায়নি!
৪ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই