বিনোদন ডেস্ক : একের পর এক সাফল্যের পালক জুড়েই চলেছে বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার মুকুটে। বলিউডের গণ্ডী ছাড়িয়ে সোজা পাড়ি জমিয়েছেন হলিউডের কোয়ান্টিকোতে। তারপর অস্কারের মঞ্চে উপস্থাপিকা। এবার একেবারে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সাথে হোয়াইট হাউসে। খোদ মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে নৈশভোজে আমন্ত্রিত তিনি।
‘টাইমস অফ ইন্ডিয়া’য় প্রকাশিত খবর অনুযায়ী চলতি মাসে হোয়াইট হাউসের করেসপনডেন্টস ডিনারে উপস্থিত থাকবেন এই অভিনেত্রী। তার এই ডিনার পার্টির হোস্ট খোদ মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও ফার্স্ট লেডি মিশেল ওবামা।
তবে আপাতত প্রিয়াঙ্কা কোয়ান্টিকোর শুটিং-এ ব্যস্ত। তাই তিনি ডিনারে যোগ দিতে পারবেন কি না সেবিষয়টি এখনো পরিস্কার নয়। কোয়ান্টিকোর নতুন সিরিজের শুটিং করছেন তিনি। পাশাপাশি, নতুন ছবি বেওয়াচের জন্যও সময় দেয়া রয়েছে তার। এই নৈশভোজে উপস্থিত থাকবেন ব্র্যাডলি কুপার, লুসি লিউ, জেন ফন্ডা।
৪ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই