বিনোদন ডেস্ক : এমনিতে তিনি মিডিয়া ফ্রেন্ডলি বলেই খ্যাত। তবে, নিজের কথার জালে কালে-ভদ্রে ফেঁসে থাকেন শাহরুখ খান। তবে, কথা তার পোষ মানেনা। তাই ফের করে বসলেন বিস্ফোরক মন্তব্য। এবারে মিডিয়াকে একহাত নিলেন শাহরুখ। সম্প্রতি কলকাতার বিবেকানন্দ উড়ালসেতি বিপর্যয়ের ঘটনায় কড়া সমালোচনা করলেন সংবাদমাধ্যমের। "শোকপালনের চল্লিশটা সেকেন্ডও দেয় না মিডিয়া" এমনই মন্তব্য করলেন শাহরুখ খান।
হামেশাই কলকাতাকে নিজের সেকেন্ড হোম বলে থাকেন নাইট রাইডার্স মালিক শাহরুখ খান। ৩১ মার্চ ফ্লাইওভার ভেঙে পড়ার ঘটনা জানতে পেরে টিভি খুলে বসেন তিনি। শাহরুখের কথায়, ঘটনার কিছুক্ষণ পরেই সংবাদমাধ্যম রাজনৈতিক কারণ খুঁজতে শুরু করে। নিহতদের কথা ভুলে গিয়ে সবাই ঘটনার দোষীকে খুঁজতে ব্যস্ত হয়ে পড়ে। দিনের শেষে পুরো খবরটা সম্পূর্ণ অন্যদিকে ঘুরে যায়।
৪ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই