বিনোদন ডেস্ক : বলি-সুন্দরী প্রিয়াঙ্কা চোপড়া আত্মহত্যা করতে গিয়েছিলেন বলে দু’দিন আগে টুইট করেছিলেন নায়িকার সাবেক ম্যানেজার প্রকাশ জাজু। সোমবার তার বিরুদ্ধেই বিস্ফোরক মন্তব্য করলেন প্রিয়াঙ্কার মা মধু চোপড়া। প্রকাশের ওই টুইটকে সম্পূর্ণ মিথ্যা ও গুজব বলে দাবি করেছেন তিনি।
টুইটারে প্রকাশকে মিথ্যাবাদী বলে অভিযোগ করেছেন মধু। এর আগে এই ধরনের অন্যায় আচরণের কারণেই প্রিয়াঙ্কার ম্যানেজারের চাকরি হারাতে হয় জাজুকে। তার জেলও হয়। চাকরি চলে যাওয়ার পরই প্রিয়াঙ্কার সঙ্গে তার সম্পর্কের অবনতি ঘটতে থাকে। বলিউডের একটা বড় অংশ মনে করছেন, সেই খারাপ সম্পর্কের বহিঃপ্রকাশের কারণেই চলছে এই টুইটার-লড়াই।
৫ এপ্রিল, ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস