মঙ্গলবার, ০৫ এপ্রিল, ২০১৬, ১২:৫৬:৩০

১ ফুল ৫ মালি! আলিয়ার প্রেমে ৫ নায়ক

১ ফুল ৫ মালি! আলিয়ার প্রেমে ৫ নায়ক

বিনোদন ডেস্ব : সবাই এতো জানতো শুধু একজনের কথা কিন্তু সিদ্ধার্থ মালহোত্র একা নন। ক্রমশ প্রকাশ্যে আসছে আলিয়া ভাট্টকে ঘিরে প্রেমকাহিনি! জানা যাচ্ছে, একজন নন, আলিয়ার পিছনে ঘুরছেন অন্তত পাঁচজন নায়ক।

সিদ্ধার্থ মালহোত্র এবং আলিয়া ভাট্টের মধ্যে সম্পর্কে কি তবে পাকাপাকি দাঁড়়ি পড়তে চলেছে? সিদ্ধার্থ নতুন প্রেমিকা জোটাতে পেরেছেন কি না, জানা নেই। তবে সিদ্ধার্থ সরে গেলে আলিয়ার কোন সমস্যা নেই। আলিয়ার হাতে রয়েছে একাধিক বিকল্প তাও একজন নন, পাঁচ-পাঁচ জন নায়ক!

কে কে? আলি জাফর, আদিত্য রায় কাপূর, কুণাল কাপূর এবং অঙ্গদ বেদী। এরা সকলেই আলিয়ার প্রেমে পাগল। কী ভাবছেন? চারজনের হিসেব হলো? আর একজন কোথায়? ঠিকই। পঞ্চম জনের নাম শুনলে অবাক হয়ে যাবেন! তিনি শাহরুখ খান!

এইবারে বিষয়টি ভাঙা যাক। গৌরী শিন্ডের আপকামিং ছবিতে আলিয়ার উল্টোদিকে দেখা যাবে শাহরুখ খানকে। এবং সেই সঙ্গে থাকছেন চার নায়ক। ছবিতে যাদের আলিয়ার প্রেমে ভাসতে দেখা যাবে।

জানা গিয়েছে, ছবিতে আলিয়া একজন চিত্রপরিচালক, যিনি প্রেমের সন্ধানে হন্যে হয়ে ঘুরে বেড়ায়। কিন্তু কিছুতেই মনের মানুষের সন্ধান পাচ্ছেন না। সেই সূত্রেই আসছেন এই পাঁচ নায়ক। শাহরুখের সঙ্গে আলিয়ার সম্পর্ক কোন খাতে গড়াবে, সে সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। তবে, শাহরুখ যে এই ছবির অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকছেন, তা নিশ্চিত।

৫ এপ্রিল, ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে