মঙ্গলবার, ০৫ এপ্রিল, ২০১৬, ০১:৪৩:৩১

বিখ্যাত বলিউড তারকাদের প্রকৃত নাম!

বিখ্যাত বলিউড তারকাদের প্রকৃত নাম!

বিনোদন ডেস্ক : বিখ্যাত ফিল্মস্টার, আকাশ ছোঁয়া জনপ্রিয়তা, একনামে চেঁনে কোটি-কোটি মানুষ। আর আপনার নাম গোবিন্দ, বঙ্কু, তন্ময় বা টুম্পা, দিপালি হবে তা কি করে হয়!! তাই বাবা-মা বা পরিবারের দেওয়া নাম বদলে ফেলতেই হবে! খবর এবিপির।

না হলে লোকে কী বলবে? ফিল্মস্টারদের নাম বদলের ইতিহাসও নতুন কিছু নয়, বেশ পুরানো। আপনি কি জানেন অমিতাভ বচ্চনের আসল নাম বা ক্যাটরিনা কইফের? বা সলমনের আসল নাম? জেনে নেওয়া যাক তেমন কিছু জনপ্রিয় বলিউড তারকাদের আসল নাম।

সালমান খান: এই সুপারস্টারের আসল নাম আবদুল রশিদ সেলিম সালমান খান। অ্যাক্টিং কেরিয়ার শুরু করার আগে নিজেই নিজের নাম ট্রিম করে নেন সাল্লু।

ক্যাটরিনা কাইফ: এই সুন্দরীর আগের নাম ছিল কেট টারকেট। উনি কি জানতেন এই নাম নিয়ে উনি বলিউডে জনপ্রিয় হওয়া মুসকিল! তাই কি নাম পাল্টে ক্যাটরিনা করে নেন!

মল্লিকা শেরাওয়াত: নিজের সাধারণ জীবন ভুলে বলিউডে এন্ট্রি নিতে রীমা লাম্বা হয়ে যান মল্লিকা শেরাওয়াত।

রজনীকান্ত: এই কিংবদন্তী অভিনেতার আসল নাম শিবাজী রাও গায়কওয়াড়। পরিচালক কে বালাচন্দর ওর নাম পাল্টে করে দেন রজনীকান্ত।

জন আব্রাহাম: এই হিরোর আসল নাম ফারহান আব্রাহাম। পরে অভিনয় শুরু করার আগে নিজেই নিজের নাম পরিবর্তন করেন তিনি।

অক্ষয় কুমার: বলিউডের এই অ্যাকশন হিরোর নাম ছিল রাজীব হরিওম ভাটিয়া। ওর কিছু পুরনো বন্ধু নাকি এখনও ওকে রাজীব বলেই ডাকেন।

অমিতাভ বচ্চন: বলিউডের এই কিংবদন্তীর নাম রাখা হয়েছিল অমিত শ্রীবাস্তব। পরে সেই নাম পাল্টে অমিতাভ রাখা হয়।

দিলীপ কুমার: ‘ মুঘল-এ-আজাম’-এর সেলিমকে মনে আছে নিশ্চই! দিলীপ কুমার। ওর আসল নাম ছিল মোহাম্মদ ইউসুফ খান।

সানি লিওন: ইদানীং বলিউড ইন্ড্রাস্ট্রি কাঁপানো নায়িকা সানি লিওনের আসল নাম জানেন? অনস্ক্রিন কাজ শুরু করার আগে ওর নাম ছিল করণজিত কৌর ভোরা।

সাইফ আলি খান: পাতৌদি খানদানের নবাবের ফিল্মি নামের বাইরেও একটা নাম আছে। যেটা কারিনার সঙ্গে ম্যারেজ অ্যাপ্লিকেশন ফাইল করার সময় জানা যায়। সাইফের আসল নাম সাজিদ আলি খান।
৫ এপ্রিল, ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে