মঙ্গলবার, ০৫ এপ্রিল, ২০১৬, ১২:১৮:৫৫

আনুশকাকে ছেড়ে আমার কাছে এসো, বিরাটকে বললেন পাকিস্তানি সেই মডেল

আনুশকাকে ছেড়ে আমার কাছে এসো, বিরাটকে বললেন পাকিস্তানি সেই মডেল

বিনোদন ডেস্ক : এবার আনুশকা শর্মাকে ছেড়ে পাকিস্তানি মডেল কান্দিল তার কাছে বিরাট কোহলিকে চলে যাওয়ার আহ্বান করেছেন। আর এই আহ্বান জানিয়ে তিনি একটি ভিডিও বার্তাও দিয়েছেন।

বিরাট কোহলির সঙ্গে আনুশকা শর্মার সম্পর্ক কোন জায়গায় তা কেউই জানেন না। আনুশকা এই ব্যাপারে কোনও মন্তব্যই করেননি। কোহলি অবশ্য আনুশকাকে সমর্থন করে সমালোচকদের একহাত নিয়েছেন বিশ্বকাপের মধ্যেই।

সেই বিরাট কোহলি পাকিস্তানের মডেল এবং অভিনেত্রী কান্দিল বালোচের নজরে পড়েছেন। বিশ্বকাপ চলাকালীন টুইটারে কান্দিল লিখেছিলেন, ‘বিরাট বেবি, অনুষ্কা শর্মাই কেন?’

বিশ্বকাপ এখন শেষ। বিরাট কোহলির স্বপ্নপূরণ হয়নি। এবার এক ভিডিও বার্তায় কান্দিল সরাসরি বিরাটের উদ্দেশে বলেছেন, ‘বিরাট কোহলি, তুমি খুবই হ্যান্ডসাম আর চার্মিং। অনুষ্কা শর্মাকে তুমি ছেড়ে দাও। আমি তোমার হতে চাই। আমার কথা তুমি ভাবতে শুরু কর।’ কান্দিলের এই প্রস্তাব কি বিরাটের কানে পৌঁছেছে?
৫ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে