বিনোদন ডেস্ক : বাংলাদেশের চলচ্চিত্রে অত্যন্ত শক্তিমান অভিনেতা রাজিব। তার কবরের পাশেই সোমবার সন্ধ্যায় সমাহিত করা হয়েছে বাংলাদেশের গুণী নির্মাতা শহীদুল ইসলাম খোকনকে।
এর আগে দুপুরে উত্তরার ৪ নম্বর সেক্টর মসজিদে শহীদুল ইসলাম খোকনের প্রথম জানাজা হয়েছে। বিএফডিসিতে তার দ্বিতীয় জানাজা শেষ হয় বিকাল ৫টা ২৪ মিনিটে।
খোকনের ছেলে হৃদয় ইসলাম জানিয়েছেন, ‘বাবার দাফন হয়েছে অভিনেতা রাজিবের পাশে। আমাদের গ্রামের বাড়িতে যাওয়া হয় অনেক কম। আবার এখানে চলচ্চিত্রের গুণী মানুষের কবর আছে, তাই এখানেই দাফন করেছি।’
উল্লেখ্য, চলচ্চিত্র পরিচালক শহীদুল ইসলাম খোকন মুখগহ্বরের মোটর নিউরো ডিজিসে (এএলএস) আক্রান্ত হয়েছিলেন। দীর্ঘ চিকিৎসার পর সোমবার সকাল সোয়া আটটার সময় তিনি উত্তরার আধুনিক হাসপাতালে মারা যান।
৫ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন