বুধবার, ০৬ এপ্রিল, ২০১৬, ১২:২৬:১৬

কুদ্দুস বয়াতির কণ্ঠে পশ্চিমাধারার হিপহপ গান!

কুদ্দুস বয়াতির কণ্ঠে পশ্চিমাধারার হিপহপ গান!

বিনোদন ডেস্ক : কুদ্দুস বয়াতি। বয়াতি গানেই যার পরিচয়। যার খ্যাতিও দেশ বিদেশে বয়াতি হিসেবেই। তবে এবার সেই চীরচেনা কুদ্দুস বয়াতি পাল্টে ফেলেছেন নিজেকে। বয়াতি থেকে এবার তিনি ‘হিপহপ’ হয়ে উঠেছেন!

অবাক হচ্ছেন? অবাক হওয়ার কিছু নেই। এটাই সত্যি। কুদ্দুস বয়াতির কণ্ঠে অল্প কিছুদিনের মধ্যেই হিপহপ গান শোনা যাবে। আর এতেও তিনি বাজিমাত করবেন বলেই মনে হচ্ছে।

তবে মজান বিষয় হচ্ছে গানটি প্রকাশের পর কি সবাই ‘বয়াতি’ কেটে সম্বোধন করবেন ‌'হিপহপ কুদ্দুস' বলে! আঞ্চলিক ভাষা কণ্ঠে নিয়ে মেঠো পথে ঘুরে বেড়ানো চিরচেনা কুদ্দুস বয়াতির এমন পরিবর্তনের পরিকল্পক সংগীতশিল্পী প্রীতম হাসান।

সম্প্রতি গানটির রেকর্ডিং শেষ। চলছে ভিডিও শ্যুটিং কার্যক্রম। জানিয়েছেন কণ্ঠশিল্পী খালিদ হাসান মিলুর এই যোগ্য উত্তরসূরি। গানচিলের প্রযোজনায় এটি নির্মাণ করা হয়েছে।

গানটির নাম 'আসো মামা হে'। সোমেশ্বর অলি’র কথায় এর সুর-সংগীত করেছেন প্রীতম হাসান। আর গেয়েছেন কুদ্দুস বয়াতি ও প্রীতম নিজেই।

প্রীতম হাসান বলেন, 'কুদ্দুস বয়াতিকে যেভাবে আমরা সাধারণত দেখি, এটি তার উল্টো। তিনি এবার হিপহপ ধরনের গান করেছেন। আশা করি, এই বৈশাখে বেশ উপভোগ্যই হবে গানটি।'
৬ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে