বুধবার, ০৬ এপ্রিল, ২০১৬, ০১:০৩:০৮

বিরক্ত সালমান খান!

বিরক্ত সালমান খান!

বিনোদন ডেস্ক : বলিউড ভাইজান এবার বলিউডের সুলতান হতে যাচ্ছেন তার আগামী ছবি ‌‘সুলতান’ এর মাধ্যেমে। এ ছবিতে ভাইজানের চরিত্রটি একজন কুস্তিগীরের। এ ছবিতে তার বেগম হিসেবে আছেন আনুশকা শর্মা।

এদিকে এ ছবিটি নিয়ে দারুণ আশাবাদী সিনেমা সংশ্লিষ্টরা। বলা হচ্ছে বক্স অফিসে দারুণ ব্যবসা করবে এ ছবিটি। সালমান ভক্তদেরও এ নিয়ে আগ্রহের কমতি নেই।

তবে সমস্যা হচ্ছে সিনেমায় সালমান খানের লুক একের পর এক ফাঁস হয়ে যাচ্ছে সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে। এরপর সেগুলো ছড়িয়ে পরছে ইন্টারনেটে। আর এসব কাণ্ডে ভীষণভাবে বিরক্ত সালমান খান।

এমনটা যেন আর না হয় সে বিষয়ে পদক্ষেপ নিতে নির্মাতাদের সঙ্গে কথা বলেছেন সালমান। নির্মাতারাও নাকি এ বিষয়ে কঠোর পদক্ষেপ নিচ্ছেন। শুটিং সেটের ছবি কেউ যেন তুলতে না পারেন সেজন্য নিরাপত্তা জোরদার করা হচ্ছে বলে জানা গেছে।
৬ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে