বিনোদন ডেস্ক : এই মুহূর্তে বলিউডের বড় খবর হচ্ছে রণবীর সিংহ। যার কারণে কেঁপে উঠেছে পুরো বলিউড। চমকের পর চমক নিয়ে তিনি ফিরছেন নতুন ছবি ‘এপিক প্রজেক্ট’। অবশ্য তার সাথে থাকার কথা সঞ্জয় লীলা বনশালীর।
এমনটা শুনে ভাবছেন হয় তো, ‘বাজিরাও মস্তানি’-তে তারা একসঙ্গে কাজ করেছেন এবং সেই কারণে এই খবরে নতুন কিছু নেই। যদি এমন ভেবে থাকেন তবে ভুল। সত্যি দারুণ চম রয়েছে। সেও একটি নয়। দুইটি চমক থাকছে এখানে।
এরমধ্যে প্রথম চমক, এই ছবি পরিচালনা করার কথা শিমিত আমিনের। ‘চাক দে ইন্ডিয়া’, ‘রকেট সিংহ সেল্সম্যান’-এর মতো ছবি তুলেছেন যিনি।
এরপর দ্বিতীয় এবং সবথেকে বড় চমক হচ্ছে, এই ছবিতে থাকছেন শাহরুখ খান। এবং সে কারণেই এই মুহূর্তে এটাই বলিউডের অন্যতম বড় খবর। শাহরুখের হাতে এই মুহূর্তে ‘রইস’-এর কাজ রয়েছে।
সে কাজ মিটিয়ে তিনি নতুন প্রজেক্ট নিয়ে আলোচনায় বসবেন বলে জানা গিয়েছে। ‘বেফিক্র’ নিয়ে ব্যস্ত রয়েছেন রণবীরও। ফলে, দু’জনের ব্যস্ততা কাটলেই শুরু হয়ে যেতে পারে নয়া প্রজেক্টের প্রাথমিক কাজ।
৬ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন