বুধবার, ০৬ এপ্রিল, ২০১৬, ০৪:৪৭:৩৫

ধোনি ও বিরাটের সাথে পর্দায় আসছেন কঙ্গনা

ধোনি ও বিরাটের সাথে পর্দায় আসছেন কঙ্গনা

বিনোদন ডেস্ক : বলিউডে এখন সবথেকে দামী তারকা কঙ্গনা। বর্তমানে নায়িকাদের মধ্যে তিনিই অবস্থান করছেন সাফল্যের চূড়ায়। আর এই কঙ্গনাকে এবার দেখা যাবে ক্রিকেটার  মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলির সঙ্গে এক অ্যাড ফিল্মে অভিনয় করতে।

সূত্রের খবর বৃহস্পতিবার ধোনি, কোহলি ও কঙ্গনার ওই অ্যাড শ্যুট হবে মুম্বইয়ে। অ্যাডটি পরিচালনা করছেন বিখ্যাত পরিচালক রাজকুমার হিরানি। আইপিএলের সময় এই বিজ্ঞাপনটি দেখা যাবে।

বিজ্ঞাপনে ক্রিকেটারদের সঙ্গে বলি অভিনেত্রীদের একসঙ্গে খুব যে দেখা যায় তা নয়। যদিও কোহলি-আনুশকাকে দেখা গিয়েছে একটি শ্যাম্পুর বিজ্ঞাপনে।

অন্যদিকে আইপিএলের বিজ্ঞাপনে ক্রিস গেইলের সঙ্গে দেখা গিয়েছে প্রিয়াঙ্কা চোপড়াকে। ইমামির বিজ্ঞাপনে ধোনির সঙ্গে এক পর্দায় দেখা গিয়েছে প্রীতি জিনতাকে। কিন্তু সাম্প্রতিককালে এভাবে দেশের সেরা দুই জনপ্রিয় ক্রিকেটারের সঙ্গে দেশের অন্যতম সেরা অভিনেত্রীকে একসঙ্গে বিজ্ঞাপনে দেখা যায়নি। আর তাই এটি নিয়ে বেশ উচ্ছ্বসিত সংশ্লিষ্টরা।
৬ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে