বিনোদন ডেস্ক : ক’দিন আগে মা হলেন রাণী মুখার্জি। এখন খবর শোনা যাচ্ছে শহীদ কাপুরও নাকি বাবা হতে চলেছেন। এরমধ্যে শ্রেয়া ঘোষালও মা হচ্ছেন বলে সংবাদ বেরিয়েছে। আর এবার খবর পাওয়া গেছে, বলিউডের বেগম কারিনা কাপুর মা হচ্ছেন!
কারিনা কাপুর মা হচ্ছেন! যদিও তাকে দেখে এখনও তেমন কিছু বোঝা যাচ্ছে না। কিন্তু এটাই সত্যি যে, তার কোল আলো করে একজন আসছে, সেই খবর ছড়িয়ে পড়েছে বলিউডে।
কেন এই খবর ছড়াল? মুম্বইয়ের একটি সংবাদমাধ্যমের দাবি, সম্প্রতি তাকে স্ত্রীরোগ বিশেষজ্ঞের কাছে যেতে দেখা গিয়েছে। তাতেই গুঞ্জন ছড়িয়েছে।
যদিও করিনা নিজে একাধিকবার জানিয়েছেন, এখনই মা হওয়ার কোনও পরিকল্পনা তার নেই। বস্তুত, বিয়ের পরেও চুটিয়ে কাজ করছেন নায়িকা। তার গ্ল্যামারে টান ধরেছে, সে কথা কট্টর সমালোচকও বলতে পারবেন না।
কারিনা এবং সাইফ যে আপাতত কেরিয়ারেই মন দিতে চান, তা-ও কারও অজানা নয়। ফলে, করিনার অন্তঃসত্ত্বা হওয়ার খবর স্রেফ গুজব বলেও অনেকে উড়িয়ে দিচ্ছেন।
৬ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন