বুধবার, ০৬ এপ্রিল, ২০১৬, ০৮:২৪:০০

আরো জটিল হল প্রত্যুষার আত্মহত্যার রহস্য, মহাবিপদে প্রেমিক!

আরো জটিল হল প্রত্যুষার আত্মহত্যার রহস্য, মহাবিপদে প্রেমিক!

বিনোদন ডেস্ক : প্রেমিকা প্রত্যুষা ব্যানার্জির আত্মহত্যার ঘটনায় শুরু থেকেই নিজেকে নির্দোষ বলে প্রমানের চেষ্টা করছিলেন প্রেমিক রাহুল রাজ সিং। তার বিরুদ্ধে এফআইআর করেন প্রত্যুষার বাবা-মা। রহস্য ক্রমশ জটিল থেকে জটিলতর হয়ে উঠছে প্রত্যুষার মৃত্যুকে কেন্দ্র করে। এবার সেই জটিলতা আরো খানিকটা বাড়ালেন রাহুলের আইনজীবী নীরজ গুপ্তা। তিনি রাহুলের হয়ে কেস লড়ছিলেন। এবার তিনিও কেস ছেড়ে দিলেন। কিন্তু কেন?

শোনা গিয়েছিল রাহুলের সঙ্গে অন্য কোনো অভিনেত্রীর সম্পর্কের কারণেই আত্মহত্যা করেছেন অভিনেত্রী প্রত্যুষা ব্যানার্জি। তার বাবা-মা দাবী জানিয়েছেন যে, রাহুল প্রত্যুষার ওপর মানসিক এবং শারীরিক অত্যাচার করত। সেই অত্যাচার সহ্য করতে না পেরেই আত্মহত্যার পথ বেছে নেন প্রত্যুষা। তারা আরো অভিযোগ করেন যে, প্রত্যুষাকে আত্মহত্যার পথ বেছে নিতে বাধ্য করেন রাহুল।

এদিকে রাহুলের বিরুদ্ধে করা মামলা লড়ছিলেন রাহুলের আইনজীবী নীরজ গুপ্তা। আজ তিনি মামলাটি ছেড়ে দেন। তিনি জানিয়েছেন যে, তার মক্কেল রাহুল তার কাছে অনেক গুরুত্বপূর্ণ তথ্য গোপন করেছেন। সেই কারণেই তিনি মামলাটি ছেড়ে দেন। আইনজীবীর হঠাৎ মামলা ছেড়ে দেয়ায় আরো গুরুতর বিপাকে পড়ে গিয়েছেন রাহুল রাজ সিং।
৬ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে