বুধবার, ০৬ এপ্রিল, ২০১৬, ০৯:১৯:০৯

টিম ইন্ডিয়াকে নিয়ে সিনেমা, তবে নায়িকা কে জানেন?

টিম ইন্ডিয়াকে নিয়ে সিনেমা, তবে নায়িকা কে জানেন?

বিনোদন ডেস্ক : ইদানীং বলিউডে বায়োপিক তৈরির প্রবণতা বেড়ে গিয়েছে। বিখ্যাত সব ক্রিকেটারের জীবন নিয়ে তৈরি হচ্ছে চলচ্চিত্র। শুধু ক্রিকেটার কেন, সানিয়া মির্জা, সাইনা নেহওয়ালের জীবনী নিয়েও সিনেমা করার জন্য তৈরি পরিচালকরা। টেনিস তারকা সানিয়া অবশ্য চান না তার জীবনী নিয়ে সিনেমা তৈরি হোক। কিন্তু কোনোদিনও যদি তা হয়, তা হলে যেন সানিয়ার চরিত্রে দীপিকা পাড়ুকোন অভিনয় করেন। এমনই ইচ্ছা সানিয়ার।

কিন্তু সোনাক্ষি সিংহা কী চান? তাকে নায়িকা হিসেবে বিপরীতে পেতে চান বলিউডের সব নায়কই। শত্রুঘ্ন সিংহার কন্যা এমন সিনেমা করতে চান, যার বিষয়বস্তু খেলাধুলো। খেলাধুলোর সঙ্গে হাত ধরাধরি করে হেঁটেছেন সোনাক্ষি। তখনো তিনি চলচ্চিত্র জগতে পা দেননি। সেই সময় থেকেই সোনাক্ষি খেলাধুলো করতেন। ভলিবল, টেনিস খেলেছেন। খেলাধুলোর উপরে তো ভালবাসা থাকবেই সোনাক্ষীর। এই নায়িকা এক সাংবাদ সম্মেলনে নিজের ইচ্ছার কথা জানিয়ে বলেছেন, ক্রিকেট নিয়ে তৈরি কোনো ছবিতে অভিনয় করতে চান তিনি।

পরিষ্কার করে সোনাক্ষি বলেছেন, ভারতীয় মহিলা ক্রিকেট দলের উপরে ছবি তৈরি করা হোক। সেই ছবিতে তিনি অভিনয় করবেন। অতীতে ভারতের মহিলা ক্রিকেট দল বেশ ভাল পারফরম্যান্স করেছে। কিন্তু মহেন্দ্র সিংহ ধোনিদের জন্য মহিলাদের সেই পারফরম্যান্স প্রচারের আলো পায়নি। ভারতের মহিলা ক্রিকেটদল নিয়ে একটি শব্দও খরচ করেননি কেউ। ব্যাপারটা ভাল লাগেনি সোনাক্ষীর। তাই তিনি চান মহিলা ক্রিকেট দল নিয়ে সিনেমা তৈরি করা হোক। আর তাতে তিনি অভিনয় করবেন।
৬ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে