বিনোদন ডেস্ক : আগামীকাল ৮ এপ্রিল শুক্রবার মুক্তি বাংলাদেশব্যাপী মুক্তি পেতে যাচ্ছে ‘পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনি’র সিক্যুয়াল ‘পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনি-টু’। রুম্মান রশীদ খানের কাহিনি ও সংলাপে ছবিটি পরিচালনা করেছেন সাফিউদ্দিন সাফি। এতে অভিনয় প্রধান চারটি চরিত্রে অভিনয় করেছেন, শাকিব খান, জয়া আহসান, ইমন ও মৌসুমী হামিদ।
ক্রিকেট নিয়েই গড়ে উঠেছে ছবিটির গল্প। এতে শাকবি খান ও ইমনকে জাতীয় দলের ক্রিকেটার হিসেবে দেখা যাব। আর জয়া আহসান এখানে একজন পেশাদার মডেল। মূলত মডেল ও দুই ক্রিকেটারের প্রেম কাহিনি নিয়েই ছবিটির ভিন্নমাত্রা যুক্ত হয়েছে। এছাড়া ছবিতে কোচের ভূমিকায় অভিনয় করেছেন অভিনেতা অমর সানি।
এদিকে ৪ এপ্রিল সোমবার সন্ধ্যায় এফডিসিতে ‘পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনি- ২’ ছবির একটি প্রীতি সম্মেলন এবং অডিও অ্যালবামের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে। সেখানে জয়া আহসান সহ সংশ্লিষ্ট অনেকেই এসেছিলেন।
এদিকে ক্রিকেটারের প্রেমিকার চরিত্রে প্রথমবারের মতো অভিনয় করছেন জয়া। সেও আবার জাতীয় দলের ক্রিকেটার। তাই তার কাছে জানতে চাওয়া হয়েছিল ক্রিকেটারের প্রেম পড়ার অনুভূতিটা কেমন? এমন প্রশ্নের উত্তরে জয়া আহসান জানিয়েছেন, ‘এটা জানতে হলে ছবিটি দেখতে হবে। কারণ সাধারণত আমাদের দেশে একজন মডেল এবং ক্রিকেটারের সঙ্গে প্রেম দেখা যায় না। সেজন্য এ বিষয়ে বলে দর্শকদের ছবিটি দেখার আগ্রহ কমাতে চাইনা। ছবিতে ক্রিকেটারের প্রেমে পড়ার প্রক্রিয়াটি দেখতে হলে- ছবি দেখতে হবে। আর তখনই দর্শকরা বুঝতে পারবেন, মডেল ক্রিকেটারের প্রেম পড়ে নাকি ক্রিকেটার মডেলের প্রমে পড়ে’!
জানা গেছে, ‘পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনি-২’ ছবিটি পুরোপুরি বিনোদনমূলক একটি ছবি। এটি সম্পূর্ণরূপে মৌলিক গল্পে নির্মিত হয়েছে বলেই জানা গেছে। এখানে প্রেম-ফ্যামিলি ড্রামা সবকিছুই দর্শকরা দেখতে পাবেন বলে নির্মাতা সূত্রে জানা গেছে। বিগ বাজেটের এই ছবিটি নিয়ে খুব আশাবাদী জয়া আহসান।
৭ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন