বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী রানী মুখার্জির মেয়ের বয়স সবে মাত্র ৪ মাস। আর এরই মধ্যে সে পেয়েছে তারকাখ্যাতি। আর তাই তো তাকে স্বগতম জানাতে নিমন্ত্রণ করা হলো পুরো বলিউডকে। আর সেই নিমন্ত্রণ জানানো হয়েছে চকোলেট আর কেক দিয়ে।
অর্থাৎ রানী মুখার্জি ও আদিত্য চোপড়ার একমাত্র মেয়ে ছোট আদিরা চোপড়ার মুখে ভাত অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তাই আদিরাকে আশীর্বাদ করার জন্য নিজেদের বন্ধুদের নিমন্ত্রণ করেছেন রানি এবং আদিত্য।
নিমন্ত্রণ করার জন্য বেবি-পিঙ্ক রঙের একটা ছোট্ট বেবি কট পাঠিয়েছেন। যাতে ভর্তি রয়েছে কেক, চকোলেট, ফুল এবং বেলুন। অভিনেতা জ্যাকি শ্রফের স্ত্রী আয়েশা সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। তবে কবে, কোথায়, আদিরাকে সকলে আশীর্বাদ করতে আসবেন, তা এখনও জানা যায়নি।
৭ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন