বিনোদন ডেস্ক : বাংলাদেশের অত্যন্ত আলোচিত ও জনপ্রিয় মডেল ও অভিনেত্রী মোনালিসা সম্প্রতি দেশে ফিরে এসেছেন। ম্যাজিক ডে ১২.১২.১২ তারিখে তিনি যুক্তরাষ্ট্রপ্রবাসী ফাইয়াজ শরীফকে বিয়ে করে মিডিয়াকে বিদায় জানিয়ে আমেরিকায় উড়াল দেন।
আমেরিকাতেই তার স্থায়ি হওয়ার কথা ছিল। কিন্তু সে বোধ হয় আর হল না। কেন না, তার স্বামী শরীফের সাথে তার সম্পর্কটি শেষ পর্যন্ত টিকেনি বলেই শোনা যাচ্ছে। তবে এরপরও তিনি সেখানেই স্থায়ি হতে চেয়েছিলেন। কিন্তু সে আর হলো না বলেই ধারণা করা হচ্ছে।
এদিকে মোনালিসা দেশে ফিরে আসায় মিডিয়া সংশ্লিষ্টরা সবাই খুশি। তারাও চাচ্ছেন মোনালিসা এখানেই থেকে যান। আবারও নিয়মিত হোন মডেলিং ও অভিনয়ে। আর তার হাসি ও অভিনয় শৈলিতে মুগ্ধ করে রাখুক হাজার হাজার দর্শক হৃদয়।
তবে মোনালিসা কি আবারও তার চেনা পথ মডেলিং ও অভিনয়ে ফিরবেন? এমন প্রশ্ন থাকলেও এর উত্তর এখনও পাওয়া যায়নি। তবে অনেকেই বলছেন, মোনালিসা আবারও অভিনয়ে ফিরবেন। তবে সে প্রশ্নের উত্তরের জন্য আরও কিছুদিন অপেক্ষা করতেই হবে। তবে মোনালিসার দর্শক ভক্তরা তাকে আবারও চাচ্ছেন অভিনয়ে।
এদিকে মঙ্গলবার এক ফেসবুক পোস্টে মোনালিসা তার দেশে ফেরার বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন। দেশে ফেরার চারদিন পর ফেসবুকে মোনালিসা বলেন, এই যে বন্ধুরা, অনুমান করো তো! একটি বড় সারপ্রাইজ পেয়েছে আমার পরিচিতরা। দীর্ঘদিন পর তাকে দেখে তার স্বজনদের অনুভূতি ভালো ছিল জানিয়ে এই অভিনেত্রী বলেন, অশ্রুসিক্ত আনন্দ ছিল!
ফেসবুকে মোনালিসা লিখেছেন, আমি আনন্দিত দেশে ফিরে। সবুজের সঙ্গে ফিরে আসা আশ্চর্যজনক, চারিদিকে সবুজ। সে সাথে তিনি আরও লিখেন, তবে নিউইয়র্কের আমার বন্ধু ও পরিবারের সবাইকে মিস করছি। আশা করি প্রত্যেকে ভালো আছে। তোমাদের ভালোবাসি।
৭ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন