বিনোদন ডেস্ক : আহত হয়েছেন সাবেক বিশ্ব সুন্দরী ও বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই। তার নতুন ছবি ‘সর্বজিৎ’ ছবির শুটিং করতে গিয়ে তিনি আহত হন। একটি দৃশ্যে উঁচু-নিচু রাস্তায় দৌড় দিতে হয় তাকে। দৌড়াতে গিয়ে জুতা ছিঁড়ে যাওয়ায় পায়ের পাতায় চোট পেয়েছেন তিনি।
ওমাঙ কুমারের পরিচালনায় ছবিটির দৃশ্যায়ন হচ্ছিলো পাঞ্জাবে। তবে আহত হলেও কাজ বন্ধ রাখেননি ঐশ্বরিয়া। তাই খালি পায়ে দৌড়েছেন। এ কারণে ৪২ বছর বয়সী এই অভিনেত্রীর পায়ের পাতায় রক্ত জমে লাল হয়ে গেছে।
ছবিটিতে সর্বজিতের বোন দালবির কৌর চরিত্রে অভিনয় করছেন ঐশ্বরিয়া। এতে তাকে দেখা যাবে সাদামাটা নারী হিসেবে। চোখে থাকবে মোটা ফ্রেমের চশমা। সর্বজিৎ সিংয়ের ভূমিকায় আছেন রণদীপ হুদা। সর্বজিৎ সিংয়ের স্ত্রীর চরিত্রে দেখা যাবে রিচা চাড্ডাকে। ছবিটি আগামী ২০শে মে মুক্তির লক্ষ্যে নির্মাণ হচ্ছে।
৮ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন