শুক্রবার, ০৮ এপ্রিল, ২০১৬, ০৩:২৭:৪৬

চলছে আমন্ত্রণ, ৩০ এপ্রিল বিপাশার বিয়ে

চলছে আমন্ত্রণ, ৩০ এপ্রিল বিপাশার বিয়ে

বিনোদন ডেস্ক : সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ৩০ এপ্রিল বিয়ে বন্ধনে আবদ্ধ হতে যাচ্ছে বিপাশা বসু। তিনি তার প্রেমিক অভিনেতা করণ সিং গ্রোভারকে বিয়ে করছেন। এখন চলছে তাদের বিয়ের কার্ড বিতরণ। বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেছেন বিয়ের পাত্র-পাত্রী দু’জনই।

এদিকে বিপাশার এটি প্রথম বিয়ে হলেও এই নিয়ে তৃতীয়বার বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন করণ। এর আগে টেলিভিশনের অভিনেত্রী শ্রদ্ধা নিগম ও জেনিফার বিঙ্গেটের সঙ্গে বিয়ে হয়েছিল তার।

বিপাশা ও করণ দু’জনে এক ‌যৌথ বিবৃতিতে জানিয়েছেন, আপনাদের জানাতে ভাল লাগছে, অবশেষে সেই খুশির দিন আসতে চলেছে। ৩০ এপ্রিল ২০১৬ সেই খুশির দিন। আমরা আমাদের পরিবার, বন্ধু ও ফ্যানেদের তাদের ভালবাসা ও সহ‌যোগিতার জন্য ধন্যবাদ দিয়ে ছোট করব না।’

বিবৃতিতে বিপাশা ও করণ আরও জানিয়েছেন,’আমরা একটি ব্যক্তিগত অনুষ্ঠানে বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছি। আমাদের আশা, নতুন জীবনের সূচনাপর্বে আপনাদের শুভকামনা থেকে বঞ্চিত হব না।’

সূত্রের খবর, মুম্বইয়ের খারে নিজের বাসস্থানেই বিয়ে করবেন বিপাশা। সেখানে হাজির থাকবেন পরিবারের সদস্যরা ও কয়েকজন ঘনিষ্ঠ বন্ধু।
৮ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে