বিনোদন ডেস্ক : বলিউডের নামী নির্মাতা সঞ্জয় লীলা বানশালীর ‘দেবদাস’ ছবিতে অভিনয় করেছিলেন বলিউডের কিং খান শাহরুখ। এবার শোনা গিয়েছিলো এই নির্মাতার নতুন এক ছবিতে শাহরুখকে আবারও দেখা যাবে।
বেশি ক’দিন আগে সঞ্জয় আর শাহরুখের মধ্যে কয়েকবার কথাবার্তাও হয়েছিল। আর তখনই নতুন করে খবর রটে, সঞ্জয়ের নতুন ছবিতে শাহরুখ থাকছেন। তবে বিষয়টি ভুল বলেই দাবী করেছেন শাহরুখ। তিনি সঞ্জয়ের কোন ছবি করছেন বলে না করে দিয়েছেন।
শাহরুখ খান জানিয়েছেন, ‘সঞ্জয় আর আমি ভাল বন্ধু। তাই মাঝে মধ্যেই আমরা দেখা করি এবং কথা বলি নিজেদের কাজ নিয়ে। কিন্তু ওর সঙ্গে কোনও ছবি আমি করছি না। কাজ করার ইচ্ছে আছে যদিও। পরে কোনও এক সময়ে নিশ্চয়ই করব।’
উল্লেখ্য, বর্তমানে শাহরুখ খানের হাতে রয়েছেন নির্মাতা ইমতিয়াজ আলি এবং আনন্দ এল রাইয়ের ছবি। এছাড়া তিনি ব্যস্ত আছেন তার আগামী ছবি ‘রইস’ ও ‘ফ্যান’ নিয়ে।
৮ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন