শুক্রবার, ০৮ এপ্রিল, ২০১৬, ০৫:৪৯:৫৯

৪০ কেজি ওজন কমাতে যা করেছেন আমির খান তা অকল্পনীয়

৪০ কেজি ওজন কমাতে যা করেছেন আমির খান তা অকল্পনীয়

বিনোদন ডেস্ক : আজকাল সকলেই ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খানের ফিল্মি লুক নিয়ে আলোচনায় মেতে উঠেছেন। সম্প্রতি, সোশ্যাল মিডিয়ায় আমিরের কয়েকটি ছবি প্রকাশ পেয়েছে, যেখানে দেখা যাচ্ছে অভিনেতা নিজের ওজন আবার অনেকটাই কমিয়ে ফেলেছেন।

আমির খান তার নতুন ছবি ‘দঙ্গল’য়ের জন্য তার ওজন বৃদ্ধি করেছিলেন ৪০ কেজি। কিন্তু, এখন ওজন ফের প্রায় স্বাভাবিক করায় বহু অভিনেতাই ভেবে পাচ্ছন না কী করে আমির এত তাড়াতাড়ি ওজন কমালেন। সবচেয়ে বড় কথা, জানা গিয়েছে একেবারে প্রাকৃতিক নিয়মে ওজন কমিয়েছেন আমির।

জানা গিয়েছে, ওজন কমানোর জন্য আমির সাইক্লিং, ট্রেকিং, সাঁতার ও টেনিস খেলেছেন। বলিউডের বহু তারকা অভিনেতা এখন আমিরকে ওজন কমানোর রহস্য জিজ্ঞাসা করেছেন।

অভিনেতার মুখপাত্র জানান, ফিল্ম জগতের বহু অভিনেতা আমিরকে তার ওজন কমানোর রহস্য জানতে চেয়েছেন। তিনি যোগ করেন, এর জন্য আমির যা খেটেছেন, তা অকল্পনীয়।

সম্প্রতি সাইক্লিংয়ের ছবি শেয়ার করেছেন আমির। নিজের ট্রেনিংয়ের লিস্টও শেয়ার করেছেন এ অভিনেতা। সেখানে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে ঘুমোতে যাওয়া পর্যন্ত ট্রেনিং শিডিউল লেখা রয়েছে।
৮ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে