শুক্রবার, ০৮ এপ্রিল, ২০১৬, ১০:৩৮:২৪

কারিশমা-সঞ্জয়ের ডিভোর্সের ঝামেলা শেষ বাচ্চারা থাকবেন যার কাছে

কারিশমা-সঞ্জয়ের ডিভোর্সের ঝামেলা শেষ বাচ্চারা থাকবেন যার কাছে

বিনোদন ডেস্ক : বলিউড পাড়ায় এখন চলছে ডিভোর্স সিজন। এদিক ওদিক কান পাতলেই শোনা যাচ্ছে সম্পর্কের ভাঙনের শব্দ। সবথেকে বড় বোমাটা ফাটিয়েছিলেন হৃত্বিক-সুজান, তারপর সেই একই পথে হাঁটলেন মালাইকা-আরবাজ, ফারহান-অধুনা, আরো অনেকে। এবার বলিউডের এই ডিভোর্স সিজনে অবশেষে যবনিকা পাত হতে চলেছে কারিশমা-সঞ্জয় কাপুরের সম্পর্কে।

দীর্ঘ কয়েক বছর ধরে চলে আসছে কারিশমা-সঞ্জয়ের ডিভোর্সের মামলা। নানা কারণে এ সম্পর্ক শেষ হয়েও হত না শেষ। এবার সত্যিই শেষ হলো কারিশমা কাপুর আর সঞ্জয কাপুরের বিবাহিত জীবন। সুপ্রিম কোর্টের সামনে দু'জনে বিচ্ছেদের একটি চুক্তিপত্রে সই করেন। এই চুক্তিপত্র অনুযায়ী বাচ্চারা থাকবেন কারিশমা কাপুরের কাছে। সঞ্জয় কাপুর শুধু তাদের সঙ্গে দেখা করতে পারবেন। সামাইরা ও কিরণ রাজ নামে দুই সন্তান রয়েছে কারিশমা ও সঞ্জয়ের।
৮ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে