বিনোদন ডেস্ক : বর্তমানে বলিউডের বাদশা খ্যাত শাহরুখ খান ব্যস্ত রয়েছেন তার আপকামিং ছবি ‘ফ্যান’-এর প্রচারে। সকল ব্যস্ততার মাঝেই হঠাৎ শুক্রবার বেলা সোয়া একটার দিকে একটি টুইট করে বসলেন তিনি। টুইটে লেখা, ‘ধন্যবাদ বাংলাদেশ’।
শাহরুখের কাছ থেকে পাওয়া এই টুইট বাংলাদেশী ভক্তদের জন্য কোনো বিশেষ উপহারের চেয়ে কম কিছু নয়। শাহরুখ বাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে একটি ভিডিও চিত্রের লিংক শেয়ার করেন। সেটি ছিল শাহরুখকে নিয়ে বানানো এক বাংলাদেশি ভক্তদের ‘ফ্যান’-এর ভিডিও চিত্র।
দুনিয়ার সবচেয়ে বড় সুপারস্টারের সবচেয়ে বড় ফ্যান।এই ট্যাগ লাইনেই নির্মিত হচ্ছে বলিউড বাদশাহ’র পরবর্তী ছবি ‘ফ্যান’। আদিত্য চোপড়া প্রযোজিত ও মনীশ শর্মা পরিচালনা করেছেন ছবিটি। সুপারস্টার +ফ্যান=শাহরুখ। ছবিতে একইসাথে সুপারস্টার ও ফ্যানের ভূমিকায় অভিনয় করেছেন কিং খান। শাহরুখ খানের জীবনের নানা কাহিনী দেখা যাবে এই ছবিতে।
৯ এপ্রিল ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস