বিনোদন ডেস্ক : শুনতে অদ্ভূত লাগতে পারে। তারপরও সত্যি বাজে অভিনয়ের জন্য অভিনেতা অভিনেত্রীদের পুরস্কৃত করা হয়। আর এই পুরস্কারটাই একমাত্র বাজে অভিনয় আর বাজে ছবি, নির্মাণের উপর। তা সেই পুরস্কারটা কি? নিশ্চয় জানতে ইচ্ছে করছে? তাহলে শুনুন, পুরস্কারটি হচ্ছে একটি কেলা (কলা)!
না। একদমই ভুল শুনেননি। কলাই দেয়া হয় বাজে ছবিকে। তবে হ্যাঁ, পুরস্কার পেতে গেলে আপনাকে অবশ্যই খুব মন দিয়ে, অক্লান্ত পরিশ্রম করে বছরের সবচেয়ে খারাপ একটা ফিল্ম বানাতে হবে। আর তা হলেই জিতে যাবেন ‘গোল্ডেন কেলা অ্যাওয়ার্ড’। ঠিক যেমনটি রোহিত শেট্টির ‘দিলওয়ালে’ ছবিটি এ বছর পেয়েছে।
প্রতিযোগিতায় বম্বে ভেলভেট, শানদার, সিং ইজ ব্লিং-এর মতো ফিল্মকে অনায়াসে পেছনে ফেলে বছরের সবচেয়ে জঘন্য ফিল্মের পুরস্কার জিতে নিয়েছে ‘দিলওয়ালে’। এছাড়া বাজে অভিনয়ের জন্য এ অ্যাওয়ার্ড অভিনেত্রীদের মধ্যে জিতেছেন সোনম কপূর, তার প্রেম রতন ধন-এর পারফর্ম্যান্সের জন্য। অভিনেতাদের মধ্যে এই অ্যাওয়ার্ড জিতে নিয়েছেন সূর্য পাঞ্চোলি, তার ‘হিরো’ ছবিতে কাজের জন্য।
এ ছাড়াও ‘কাট্টি-বাট্টি’ ছবির জন্য ‘হোয়াই আর ইউ স্টিল ট্রায়িং’ নামে একটি বিশেষ পুরস্কার জিতে নিয়েছেন অভিনেতা ইমরান খান। এই অ্যাওয়ার্ডের নামই বলে দিচ্ছে তিনি কেন এই পুরস্কার জিতেছেন।
২০০৯-এর মার্চ থেকে এই অ্যাওয়ার্ড শো চালু করে বলিউডের একটি ম্যাগাজিন সংস্থা। প্রয়াত বিখ্যাত কমেডিয়ান, প্রযোজক জশপাল ভট্টিকে এক সময় এই শো-এ সঞ্চালকের ভূমিকায় দেখা গিয়েছে। খুব সম্প্রতি অনুষ্ঠিত হয়ে গেল ‘গোল্ডেন কেলা অ্যাওয়ার্ড ২০১৬’। তারই ফলাফলে ‘সেরা’ রোহিত শেট্টির ‘দিলওয়ালে’। এই ফিল্ম আগেই শাহরুখ-কাজলের অসংখ্য ভক্তদের হতাশ করেছিল। ছবিটি নিয়ে নিজের ক্ষোভ এবং হতাশা প্রকাশ্যে জানিয়েছেন শাহরুখ-কাজল-বরুণ ধবন। তাই এই ‘গোল্ডেন কেলা অ্যাওয়ার্ড’ হয়তো তাঁদের খুব একটা অবাক করেনি।
৯ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন