শনিবার, ০৯ এপ্রিল, ২০১৬, ০৯:১৪:২৮

স্যামুয়েলের প্রশংসায় ভাসছে দীপিকা

স্যামুয়েলের প্রশংসায় ভাসছে দীপিকা

বিনোদন ডেস্ক : দীপিকার রূপ, গুণ ও অভিনেয় দারুণ মুগ্ধ হলিউডের অ্যাভেঞ্জার্স সিরিজের ছবি ‘নিক ফিউরি’র তারকা স্যামুয়েল এল জ্যাকসন। আর তিনি এতটাই মুগ্ধ যে রীতিমতো দীপিকার প্রশংসায় পঞ্চমুখ তিনি। আর এত বড় একজন তারকার প্রশংসা পেয়ে দীপিকাও যেন আকাশে উড়ছেন। ভীষণ রকম অনুপ্রাণিত তিনি।

জানা যায়, দীপিকা ‘ট্রিপল এক্স:দ্য রিটার্ন অব জ্যান্ডার কেইজ’ ছবির শুটিং করছেন কানাডায়। এখানেই পরিচিত হন এই দুই তারকা। আর পরিচিত হওয়ার পরেই দীপিকার প্রশংসায় মেতে ওঠেন স্যামুয়েল।

প্রসঙ্গত এই ছবিতে দীপিকার সহ-অভিনেতা হিসেবে দেখা যাবে স্যামুয়েলকে। স্যামুয়েল দীপিকার সঙ্গে তোলা ছবি ইন্সট্রাগ্রামে দিয়ে লিখেছেন, ‘মাত্রই দ্য মোস্ট বিউটিফুল দীপিকা পাড়ুকোনের সঙ্গে দেখা হল। এক কথায় তিনি অসাধারণ!’

উল্লেখ্য ‘ট্রিপল এক্স: দ্য রিটার্ন অব জ্যান্ডার কেজ’ ছবির মধ্য দিয়েই হলিউডে আত্মপ্রকাশ করছেন দীপিকা।
৯ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে