বিনোদন ডেস্ক : বলিউডের দারুণ জনপ্রিয় অভিনেতা ইমরান হাশমি। তার ক্যারিয়ারে এ পর্যন্ত অনেক জনপ্রিয় এবং ব্ক্স ব্যবসাসফল ছবিও রয়েছে। এতকিছুর পরও তার থেকে নাকি তার ৬ বছরের ছেলে আয়ানই বড় সুপাস্টার! তবে এ দাবী ইমরানের নয়। এমনটা মনে করেন দিল্লীর মুখ্যমন্ত্রী এবং আম আদমি পার্টির নেতা অরবিন্দু কেজরিওয়াল।
ইমরান হাশমির ছেলে ক্যান্সার আক্রান্ত ছিলেন। সে সময় তাকে কি পরিমাণ যুদ্ধে লিপ্ত হতে হয়েছে সে সব কথা তুলে ধরে তিনি ‘কিস অব লাইফ’ শিরোনামে একটি বই লিখেন। সেটি বিশ্বখ্যাত প্রকাশনি পেঙ্গুন থেকে প্রকাশিত হয়েছে। আর সে বইয়ের মোড়কন উন্মেচন করতে এসেই ওই কথা বলেছেন মুখ্যমন্ত্রী অরবিন্দু কেজরিওয়াল।
ইমরান হাশমির ছেলের জন্মের দুই বছরের মাথায় মরণব্যাধী ক্যানসার ধরা পড়ে। এমন পরিস্থিতিতে ঘাবড়ে না গিয়ে তা মোকাবেলা করেন বাবা ইমরান হাশমি ও তার স্ত্রী পারভিন। টানা তিন বছর চিকিৎসার পর ছেলের ক্যানসারকে নিরাময় করে তুলেন তারা। একমাত্র ছেলের ক্যানসারে ভোগার এই সংকটাপন্ন কাহিনী নিয়ে সম্প্রতি বই লিখেছেন ইমরান হাশমি। আর এই বইয়ের আনুষ্ঠানিক মোড়ক উম্মোচন হল গতকাল সন্ধ্যায়। ভারতীয় ইসলামিক কালচারাল সেন্টারে অনুষ্ঠিত এই মোড়ক উম্মোচন অনুষ্ঠানে দিল্লীর মুখ্যমন্ত্রী হাশমি ও তার ছেলেকে সত্যিকারের লড়াকু বলে আখ্যায়িত করেন।
মোড়ক উম্মোচন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী তার বক্তব্যে বলেন, এমন অনুপ্রেরণাদায়ক বইটি লেখার জন্য ইমরান হাশমিকে অভিনন্দন, সেইসঙ্গে তার সহকারি বিলালকেও। আমি এখনো বইটি পড়িনি, কিন্তু এই বইয়ের গল্প শুনেছি। আর এইজন্যই বলি তোমার চেয়ে তোমার ছেলেই এখন বড় সুপারস্টার!
প্রসঙ্গত, নয় বছর হল ৩৬ বছর বয়সী ইমরান হাশমি বিয়ে করেছেন পারভীন শাহানিকে। তাদের ঘরে একমাত্র সন্তান আয়ান। বর্তমানে পাঁচ বচর বয়সী আয়ান তার তিন বছর বয়স থেকেই ভুগছিলেন ক্যান্সারে।
৯ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন