বিনোদন ডেস্ক : বাহুবলীখ্যাত নির্মাতা এসএস রাজামৌলি নির্মাণ করতে চলেছেন তার ‘মক্ষি’ ছবির সিক্যুয়েল। আর এই সিক্যুয়েল তথা ‘মাক্ষি-টু’তে অভিনয় করবেন সালমান খান। এখবর সালমান খান ভক্তদের কাছে নিঃসন্দেহে খুশির বার্তা।
চেন্নাইয়ে BOFTA-র পড়ুয়াদের সঙ্গে আলাপচারিতায় রাজামৌলির বাবা প্রখ্যাত চিত্রনাট্যকার বিজেন্দ্র প্রসাদ একথা জানিয়েছেন। বর্তমানে সালমান খান ব্যস্ত সময় পার করছেন তার নতুন ছবি ‘সুলতান’ এর শুটিং নিয়ে।
মজার ব্যাপার হলো, বলিউডের তিন খান তথা সালমান, শাহরুখ ও আমির তারা সবসময় নতুন নতুন চরিত্রে অভিনয় করতে ভীষণ পছন্দ করেন। চরিত্র নিয়ে নিত্য নতুন এক্সপেরিমেন্ট করাটাই এই তিন নক্ষত্রের দারুণ এক নেশা। আর তাই তো এই তিন খানের জন্য নির্দ্বিধায় বলা যায়, ‘ফিফটি ইজ দ্য নিউ থার্টি’।
প্রসঙ্গত নির্মাতা রাজামৌলির বাবা প্রখ্যাত চিত্রনাট্যকার বিজেন্দ্র প্রসাদই ‘বাজরাঙ্গি ভাইজান’-এর চিত্রনাট্য লিখেছিলেন। এদিন তিনি বলেন, সালমান নিজেই নাকি ‘মক্ষি’-র সিক্যুয়েলে অভিনয় করার ইচ্ছাপ্রকাশ করেছেন।
তিনি এও জানান 'ET'-র থেকেই অনুপ্রাণিত হয়েছে এই ছবির কাহিনি। তবে এখনই শ্যুটিং শুরু করার কোনও তাড়া নেই তাদের। ২০১৭ সালে ‘বাহুবলী’র দ্বিতীয় ভাগ মুক্তি পাওয়ার পরেই ‘মক্ষি’ নিয়ে পরবর্তী চিন্তাভাবনা করা হবে।
৯ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন