শনিবার, ০৯ এপ্রিল, ২০১৬, ০১:০৫:১২

আবারও কাছাকাছি সালমান ও ঐশ্বরিয়া

আবারও কাছাকাছি সালমান ও ঐশ্বরিয়া

বিনোদন ডেস্ক : বলিউডে দারুণ রকম চর্চা ছিল সালমান খান ও ঐশ্বরিয়া রাইয়ের প্রেম। অনেকেই মনে করেন, ঐশ্বরিয়ার সাথে বিচ্ছেদটা মেনে নিতে পারেননি সালমান। আর তাই তিনি বিয়েতে আগ্রহী নন। তবে সে যা হোক, এই দুই সাবেক প্রেমিক-প্রেমিকা এখনও কেন একজন আরেকজনকে এড়িয়ে চলেন! সে খবর কি কিছু জানেন?

কেন তারা এড়িয়ে চলছেন তা না হয়ে পরেই জেনে নিচ্ছি। আপাতত তারা দু'জন আবারও সম্মুখ সমরে! অবাক হচ্ছেন? না হবেন না। সামনে আসার কারণ আছে। কারণ হলো, তাদের আসন্ন ছবির ট্রেলর মুক্তি। আগামী ১৪ এপ্রিল ঐশ্বরিয়া রাই বচ্চন অভিনীত ‘সরবজিত’ ছবির ট্রেলর মুক্তি পাচ্ছে, জানিয়েছেন ছবির পরিচালক উমাঙ কুমার।

অন্যদিতে সালমান খান-অনুশকা শর্মা অভিনীত ‘সুলতান’ ছবির টিজারও মুক্তি পাবে ওই একই দিনে, জানিয়েছেন ছবির পরিচালক আলি আব্বাস জফর।

ঐশ্বরিয়, রণদ্বীপ হুডা, রিচা চাড্ডা অভিনীত সরবজিত ছবিটি কৃষক ‘সরবজিত’ যিনি মদের ঘোরে ভারত সীমান্ত পার করে পৌঁছে গিয়েছিলেন পাকিস্তান, তাকে নিয়ে তৈরি হচ্ছে। তাকে চর হিসেবে গুলিয়ে ফেলা হয়। গত ২৩ বছর তিনি জেলবন্দিই ছিলেন। তারপরের গল্প প্রায় সকলেরই জানা। সেই সরবজিত সিংহের বোন দলবীর কৌর-এর চরিত্রে অভিনয় করছেন ঐশ্বরিয়া।

এদিকে ‘সুলতান’ ছবিতে সালমান কুস্তিগীর সুলতান আলি খানের চরিত্রে অভিনয় করছেন, যার একটি সমস্যাময় ব্যক্তি ও কর্মজীবন ছিল। আর এই দুই ছবিরই ট্রেলর মুক্তি পাচ্ছে আগামী ১৪ এপ্রিল। এরফলে প্রাক্তন প্রেমিক সালমান-অ্যাশ এখন কার্যত একে অপরের সম্মুখ সমরে দাঁড়িয়ে রয়েছেন নিজেদের ছবি নিয়ে।
৯ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে