শনিবার, ০৯ এপ্রিল, ২০১৬, ০৮:৫৫:২৬

এক সেকেন্ড হলেও আমিরের সঙ্গে কাজ করতে চাই : সানি লিওন

এক সেকেন্ড হলেও আমিরের সঙ্গে কাজ করতে চাই : সানি লিওন

বিনোদন ডেস্ক : বলিউডের তিন খান মানে বি-টাউনে আকাশচুম্বী।  আমির খান, শাহরুখ খান আর সালমান খান।  এই তিন খানের সিনেমা মানে বক্স অফিস হিট।

খানদের সঙ্গে অভিনয় করতে ব্যাকুল বলিউডের নায়িকারা।  যে করেই হোক এই তিন খানের সঙ্গে কাজ করতে মুখিয়ে থাকেন নায়িকারা।  বলিউডে পা রাখা সানি লিওনও মুখিয়ে আছেন খানদের সঙ্গে সিনেমা করার জন্য।  আমিরের পাশে থেকে কাজ করার আগ্রহ তার।  আপাতত এক সেকেন্ড সময় হলেও চান সানি লিওন

অবশ্য শাহরুখের সঙ্গে এরই মধ্যে অভিনয় করেছেন সানি লিওন।  তবে পূর্ণাঙ্গ নায়িকা হিসেবে নয়, আইটেম গানে শাহরুখের সঙ্গে নাচতে দেখা যাবে সানিকে। ‘রয়েস’ সিনেমায় দেখা যাবে সানি আর শাহরুখ খানকে।

শাহরুখের সঙ্গে অভিনয়ের স্বপ্ন পূরণ হলেও এখন বিভোর আমির খানের সঙ্গে অভিনয় করতে।  অবশ্য আমির খান এর আগে বলেছিলেন, সানির সঙ্গে অভিনয়ে কোনো আপত্তি নেই।

একসঙ্গে দুজনে লাঞ্চও করেছেন বলে আলোচনা আছে।  এতে করে আমিরের সঙ্গে অভিনয়ের স্বপ্ন আরো একধাপ বেড়ে গেছে।  আমিরের সঙ্গে আপাতত ১ সেকেন্ডও সুযোগ পেলেও তিনি নিজেকে ধন্য মনে করবেন।  

ইন্দো-কানাডিয়ান এই অভিনেত্রী বর্তমানে 'ওয়ান নাইট স্ট্যান্ড'র প্রাচারণায় ব্যস্ত।  সেখানে এক সংবাদ সম্মেলনে আমির খানের সঙ্গে অভিনয় প্রসঙ্গে সানি এসব কথা বলেন।  

আমির খানের সঙ্গে অভিনয় করার ইচ্ছা আছে কি না এমন প্রশ্নের জবাবে সানি বলেন, যদি আমিরের সঙ্গে এক সেকেন্ডও কাজ করার সুযোগ পাই, তাহলে পৃথিবীর সবথেকে সুখী নারী মনে করবো।  শুধু আমিই না যেকোনো অভিনেত্রী আমিরের মতো একজন অসাধারণ মানুষের সঙ্গে কাজ করতে আগ্রহবোধ করবেন।
৯ এপ্রিল,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে