শনিবার, ০৯ এপ্রিল, ২০১৬, ১০:২৮:১৭

শেষ পর্যন্ত সামনে এল শহিদ-মীরার গোপন কথা!

শেষ পর্যন্ত সামনে এল শহিদ-মীরার গোপন কথা!

বিনোদন ডেস্ক : বলিউডের সুপার হিরো শহিদ কাপুর এবং মীরা রাজপুতকে নিয়ে বহুদিন ধরেই জল্পনা চলছে নানা মহলে। তাদের সম্পর্ক নিয়ে বিভিন্ন সময়ে নানা কথা আগেও রটেছে। এক সময় এও রটেছিল যে বিবাহবিচ্ছেদ হতে পারে। কিন্তু শেষ পর্যন্ত যা জানা গেল তাতে...

মীরা রাজপুত ও শাহিদ কাপুরের সম্পর্ক কোন দিকে মোড় নিচ্ছে এই নিয়ে জল্পনার শেষ নেই। এরই মধ্যে সামনে এল একটি তথ্য যাতে সব জল্পনার অবসান হয়। বলিউড মহলে ফিসফাস অনেক দিন থেকেই যে মীরা রাজপুত কি অন্তঃসত্ত্বা। এতদিন এই নিয়ে মুখে কুলুপ এঁটে ছিলেন এই দম্পতি।

শেষ পর্যন্ত শহিদ কাপুর নিজেই সংবাদমাধ্যমকে জানিয়েছেন মীরা সত্যিই মা হতে চলেছেন। প্রায় ৫ মাসের গর্ভাবস্থা এখন তার। অর্থাৎ আর ৫ মাসের মধ্যেই বাবা হচ্ছেন শাহিদ কাপুর। ল্যাকমে ফ্যাশন উইকে কয়েক দিন আগেই গিয়েছিলেন মীরা বান্ধবী মাসাবা গুপ্তা-র শো দেখতে।

সেলফি তুলে দু’জনের ছবি পোস্ট করে মাসাবা লেখেন এক ‘লিটল এম’-এর কথা। এই ‘লিটল এম’ কার হবু সন্তান? মাসাবা-র না মীরা-র সেই নিয়ে সংবাদমাধ্যমে বেশ তোলপাড় চলছিল। অবশেষে জল্পনার অবসান। মীরাই হতে চলেছেন মা। এমনটাই দাবি মুম্বাইয়ের একটি ট্যাবলয়েডের।
৯ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে