বিনোদন ডেস্ক : “পাকিস্তানের পারমানবিক অস্ত্রের কোনো প্রয়োজন নেই। আমাদের জন্য তাহির শা যথেষ্ট হবে”। সম্প্রতি মুক্তি পেয়েছে পাকিস্তানি গায়ক তাহির শা-এর নতুন গান ‘অ্যাঞ্জেল’। সেই গানটি শোনার পর এমনই রি-অ্যাকশন দিয়েছেন বলিউড নায়িকা ট্যুইঙ্কেল খান্না।
গান লেখা এবং তাতে সুর দেয়ার পাশাপাশি এবারে ফিচারিংও করেছেন তাহির শা। যেখানে বেগুনি, আকাশি, সাদা গাউনে ‘অ্যাঞ্জেল’ রূপে ধরা ধরা দিয়েছেন ক্যামেরার লেন্সে। যদিও ট্যুইঙ্কেলের কথায়, “এই অ্যাঞ্জেলের চোখে চোখ রাখলে কনজাইটিভাইটিস হতে পারে”।
তবে শুধু ট্যুইঙ্কেল নয়, এই গানটি দেখার পর ট্যুইটার ভাসছে তাহির তিরস্কারের ফুলঝুরিতে।
৯ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই