শনিবার, ০৯ এপ্রিল, ২০১৬, ১১:৫৬:০৪

‘দাদাসাহেব ফালকে’ পাচ্ছেন প্রিয়াঙ্কা

‘দাদাসাহেব ফালকে’ পাচ্ছেন প্রিয়াঙ্কা

বিনোদন ডেস্ক : সাফল্যের শিখরে এখন বাসছেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। একের পর এক সম্মানে ভরে উঠছে নায়িকার ঝুলি। এবছর ‘দাদাসাহেব ফালকে’ সম্মান পাচ্ছেন পিগি। তবে এটা প্রথমবার নয়, এর আগেও ‘সাত খুন মাফ’ ছবিতে অভিনয় করার জন্য দাদাসাহেব পেয়েছিলেন দেশী-গার্ল।

১৪৭ তম দাদাসাহেব ফালকে জয়ন্তি উপলক্ষে ‘বছরের সেরা অভিনেত্রী’র সম্মান দিতে নায়িকার হাতে তুলে দেয়া ‘দাদাসাহেব ফালকে’ পুরস্কার। ২৪ এপ্রিল মুম্বাইয়ে অনুষ্ঠিত হবে এই অনুষ্ঠান।

বলিউড পেড়িয়ে এখন হলিউড পিগি জাদুতে মুগ্ধ। কোয়ান্টিকোর জন্য সম্প্রতি তিনি হলিউডের পিপলস চয়েস অ্যাওয়ার্ড জেতেন। প্রথম ভারতীয় হিসেবেই নয়, প্রথম সাউথ এশিয়ান অভিনেত্রী হিসেবে এই অ্যাওয়ার্ড জেতেন তিনি। তারপর আসে ‘বে ওয়াচ’ ছবিতে অভিনয়ের সুযোগ। শুধু অভিনয় নয়, অনলাইন গেম ‘মার্ভেল’-এর একটি সুপারহিরোর (বলা ভাল সুপার গার্ল) চরিত্রে ভয়েস দিয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া।
৯ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে