রবিবার, ১০ এপ্রিল, ২০১৬, ১২:৩৯:০৭

আইপিএলে নিষিদ্ধ বলিউড!

আইপিএলে নিষিদ্ধ বলিউড!

বিনোদন ডেস্ক : শুরু হয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) এর ৯ম আসর। তুমুল জনপ্রিয় কিক্রেটের আসরটি নিয়ে ভীষণ রকম আগ্রহে থাকেন বিশ্বের ক্রিকেটপ্রেমীরা। মাঠে এবং মাঠের বাইরে বসে দারুণ উপভোগ্য এই আসরটি।

এদিকে আইপিএল মানে বলিউড সম্পর্ক্ততা। তারকাদেরও টীম রয়েছে এখানে। সে হিসেবে খেলার সময় মাঠে বাজানো হয় বলিউড গান। তবে এবার আর তা হচ্ছে না! আইপিএল ম্যাচের মধ্যে বলিউড গান নিষিদ্ধ করেছে দিল্লি হাইকোর্ট।

বলা হয়েছে, গায়কদের একটি সংস্থার (ইসরা) অনুমতি ছাড়া বলিউডি ছবির গান বাজানো যাবে না আইপিএল ম্যাচে। অনুমতি নেয়া ছাড়াও ম্যাচে গান বাজানোর জন্য সংস্থাকে রয়্যালটি দিতে হবে। গত বছরই প্রতিটি ফ্র্যঞ্চাইজিকে এই নিয়ে নোটিশ পাঠিয়েছিল বলে দাবি করেছে লতা মঙ্গেশকর, আশা ভোঁসলে, কৈলাশ খের, অলকা যাজ্ঞিকদের ইসরা।

চেন্নাই সুপারকিঙ্গস ছাড়া অন্য কোনো ফ্র্যাঞ্চাইজি তাতে কর্ণপাত করেনি। এ বার মরশুম শুরুর আগেই দিল্লি ডেয়ারডেভিলস সেই অনুমতি নিয়েছে ও রয়্যালটির প্রতিশ্রুতি দিয়েছে।
১০ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে