বিনোদন ডেস্ক : বলিউড ভাইজানকে দেখার জন্য যারা বেশি উন্মুখ থাকেন তাদের মধ্যে তরুণীর সংখ্যাটাই বেশি। আর তরুণীরাই বা হবেন না কেন? এখনও যে ভাইজান একা রয়েছেন। আর তাই হয় তো তরুণীদের আগ্রহটা তার দিকেই একটু বেশি। ফলে তিনি যেখানেই যাচ্ছেন সেখানেই ভীর জমান তরুণীরা।
তবে এবার ঘটনাটি ঘটেছে একটু ভিন্ন রকম। অর্থাৎ ভাইজানের সঙ্গী হতে এবার অভিনব এক প্রচারের আশ্রয় নিয়েছেন লন্ডনভিত্তিক অষ্টাদশী এক তরুণী মডেল! ভাবছেন জীবন সঙ্গী হতে চাচ্ছে সেই মডেল? না। তা নয়।
ভাইজানের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজ ‘দাবাঙ্গ’-এর ৩ নম্বর সিক্যুয়ালে সালমানের বিপরীতে জায়গা পেতে চাচ্ছেন সেই মডেল। তার প্রচারটি সত্যি অদ্ভুত। এই মডেল লন্ডনে বসবাসরত উঠতি পার্ল রাহ।
জানা গেছে, সালমান খানের জনপ্রিয় সিনেমার সিরিজ ‘দাবাঙ্গ ৩’-এ জায়গা পেতে সালমানের দৃষ্টি আকর্ষণের জন্য নিজের টপলেস ছবি সোশাল সাইটে ছড়িয়ে দিয়েছেন এই তরুণী মডেল।
ভারতীয় একটি গণমাধ্যম জানিয়েছে, লন্ডনে বাস করেন আঠারো বছর বয়সী পার্ল রাহ। সম্প্রতি তার কিছু টপলেস ফটো বিভিন্ন ওয়েবসাইটে ছড়িয়ে দিয়েছেন। আর সেই সাথে গুঞ্জন ছড়ানো হয় যে সালমানের বিপরীতে ‘দাবাঙ্গ ৩’-এ অভিনয় করবেন তিনি। এমন কাণ্ড শুধু এখানেই থেমে থাকেনি, বরং টপলেস ফটো প্রকাশের ওই ওয়েব সাইট থেকে প্রেস রিলিজে বলা হয়, ওই মডেল সালমান খানের খুব ঘনিষ্ঠজন!
এদিকে সালমানের ঘনিষ্ঠ সূত্রের বয়ান দিয়ে খবরে বলেন, তরুণী মডেলের এমন খবর পুরোটাই ভিত্তিহীন। ‘দাবাঙ্গ ৩’-এর জন্য তাকে কখনোই চূড়ান্ত করা হয়নি। আর সালমানের সঙ্গেও তার কোনো পরিচয় নেই। সস্তা প্রচারণা পেতেই তরুণী এমন উদ্ভট কাণ্ডের আশ্রয় নিয়েছেন বলে জানানো হয়।
১১ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন