সোমবার, ১১ এপ্রিল, ২০১৬, ১০:৩৪:২০

'সুলতান' নিয়ে নয়া বিতর্কে সালমান খান

'সুলতান' নিয়ে নয়া বিতর্কে সালমান খান

বিনোদন ডেস্ক : প্রকাশ পেলো এল সালমান খানের সুলতান সিনেমার ফার্স্ট লুক। সালমান যা করেন, যা বলেন, যা পরেন সবই বর্তমান বাজারে হিট তালিকায় রয়ছে। কিন্তু সুলতানের ফার্স্ট লুকে ব্যাপারটা একেবারে কেক ওয়াক হল না। সালমানের ফ্যানেরা উচ্ছ্বসিত হলেও রাজীব মসন্দের মত সিনে বিশেষজ্ঞরা বলছেন, সুলতানের ফার্স্ট লুক খারাপ ফোটোশপের সবচেয়ে বড় প্রমাণ।

যশরাজ ফিল্মসের ব্যানারে এই ছবিতে সালমান খান চল্লিশ বছরের এক কুস্তিগীরের ভূমিকায় অভিনয় করেছেন যার নাম সুলতান আলি খান। তার বাড়ি ভারতের হরিয়ানায়। এই ছবিটির পরিচালনা করেছেন আলি আব্বাস জাফর এবং আদিত্য চোপড়া এই ছবির প্রযোজনা করেছেন।

চলতি বছরের ঈদে মুক্তি পাওয়ার কথা এই সিনেমার। একই দিনে মুক্তি পেতে পারে শাহরুখ খানের রইস। মানে সালমান বনাম শাহরুখ দ্বৈরথ দেখা যেতে পারে এবারের ঈদে। যদিও কিং খান চাইছেন না একই দিনে সুলতান ও রইস রিলিজ করুক।

আলি আব্বাস জাফর পরিচালিত এই সিনেমায় সালমানের পাশাপাশি আছেন অানুশকা শর্মা, রনদীপ হুডা (সুলতানের কোচ), অমিত সাদ (সুলতানের ভাই)।
১১ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে