মঙ্গলবার, ১২ এপ্রিল, ২০১৬, ১২:০১:২৭

সালমানকে কেন অতিথি হিসেবে চাইলেন সঞ্জয়?

সালমানকে কেন অতিথি হিসেবে চাইলেন সঞ্জয়?

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত চান, তার বায়োপিকে অতিথি শিল্পীর ভূমিকায় অভিনয় করুন বলিউডে তার দীর্ঘদিনের ঘনিষ্ঠ বন্ধু ব্যাচেলর খান সালমান।

পরিচালক রাজকুমার হিরানি সঞ্জয়ের জীবন থেকে অনুপ্রাণিত হয়ে দীর্ঘ প্রতীক্ষিত এই বায়োপিকটি পরিচালনা করছেন। মুন্নাভাইয়ের চরিত্রে এই ছবিতে অভিনয় করছেন রণবীর কাপুর। এই ছবিতেই সালমানকে একটি ক্যামিও-র চরিত্রে চাইছেন সঞ্জয়।

রাজকুমার হিরানির সঙ্গে ছবিটি সহ-প্রযোজনা করছেন অভিনেতা নিজেও। ছবির চিত্রনাট্য লিখেছেন হিরানি এবং অভিজিৎ জোশী। সঞ্জয়ের দাবি তিনি এখনো চিত্রনাট্যটি শোনেননি। এইমুহূর্তে তিনি বায়োপিকের কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন। এরপর তিনি ‘মুন্নাভাই-থ্রি’ নিয়ে কাজ শুরু করবেন। ২০১৭-র ক্রিসমাসে খুব সম্ভবত পর্দায় আসছে ছবিটি।
১১ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে