মঙ্গলবার, ১২ এপ্রিল, ২০১৬, ০৫:৩১:০৭

বায়োপিকের প্রথম পোস্টার প্রকাশ '১৪ এপ্রিল মুক্তি'

বায়োপিকের প্রথম পোস্টার প্রকাশ '১৪ এপ্রিল মুক্তি'

নিউজ ডেস্ক :  ফের শোনা যাবে ‘সচিন.. সচিন’ নামে সেই পুরানো চিৎকার। ফের দেখা যাবে সেঞ্চুরির পর ব্যাট-হেলমেট খুলে আকাশের দিকে তাকানো মুখটি। তবে আর ক্রিকেটের বাইশ গজে নয়। ‘লিটল মাস্টার’ এবার আসবেন সিনেমার পর্দায়। গত ২৪ বছর ধরে ক্রিকেট জগতকে নিজের ব্যাটিং সৌর্যে মুগ্ধ করে রাখা মাস্টার ব্লাষ্টারকে নিয়ে তৈরি বায়োপিক আসতে চলেছে তার কোটি কোটি ভক্তের জন্য। সোমবার তারই প্রথম পোস্টার প্রকাশিত হলো। নিজের টুইটারে সচিন নিজেই জানিয়েছেন আগামী ১৪ এপ্রিল অর্থাৎ বাঙালী নববর্ষের দিন দুপুর ১টায় মুক্তি পাবে ‘সচিন আ বিলিয়ন ড্রিমস’-এর প্রথম ‘টিজার’। এমনকি শোনা যাচ্ছে, ছবিতে সচিন নিজেই নিজের চরিত্রে অভিনয় করছেন।

এখনও অবধি সিনেমাটি কবে রিলিজ করবে সেটা এখনো জানা যায়নি। তবে চলতি বছরে মহম্মদ আজহারউদ্দিনকে নিয়ে  ‘আজহার’, ভারতীয় দলের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে নিয়ে ‘ধোনি’-র পর ভারতীয় ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় খেলোয়াড়কে নিয়ে বায়োপিক অবশ্যই ভারতের ক্রিকেট ও সিনেমা জগতে একটি অবিস্মরণীয় ব্যাপার। এদিন সচিন ছাড়াও বীরেন্দ্র সেহওয়াগ, রোহিত শর্মা, সুরেশ রায়নাসহ একাধিক জনপ্রিয় ক্রিকেটাররা সচিনকে নিয়ে তৈরি সিনেমার প্রথম পোস্টার দেখে উচ্ছ্বসিত হয়ে টুইটও করেছেন।

শোনা যাচ্ছে, সিনেমাটিতে সচিনের ব্যক্তিগত জীবন থেকে শুরু করে ক্রিকেটীয় জীবনের অনেক অজানা অচেনা তথ্য পাওয়া যাবে। তবে ছবি মুক্তির আগে তার প্রথম টিজারের জন্যই আপাতত অপেক্ষমান গোটা দেশ। সবাই চাই ‘ক্রিকেটের ভগবান’কে তৈরি সিনেমার প্রথম ঝলকটি দেখতে। কিন্তু তার জন্য আপাতত তিনদিন অপেক্ষা করতেই হবে।-মানবকণ্ঠ
১২এপ্রিল,২০১৬/এমটিনিউজ২৪/অন্তু

 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে