মঙ্গলবার, ১২ এপ্রিল, ২০১৬, ০৬:৩৪:২৪

প্রসেনজিৎকে ঢাকায় লাল গালিচা সংবর্ধনা!

প্রসেনজিৎকে ঢাকায় লাল গালিচা সংবর্ধনা!

নিউজ ডেস্ক :  পহেলা বৈশাখ উপলক্ষে দুই বাংলায় মুক্তি পাচ্ছে কলকাতার প্রসেনজিৎ আর ঢাকার কুসুম শিকদার অভিনীত ‌'শঙ্খচিল'। ছবিটির মুক্তি উপলক্ষেে আজ (মঙ্গলবার) ঢাকায় আসছেন প্রসেনজিৎ।

বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার এ ছবিটি পরিচালনা করেছেন গৌতম ঘোষ। তিনিও এদিন ঢাকায় উপস্থিত থাকবেন।

আজ বিকালে স্টার সিনেপ্লেক্সে আয়োজিত লাল গালিচা সংবর্ধনা ও প্রিমিয়ার শোতে অংশ নিবেন প্রসেনজিৎ। পাশাপাশি দিনভর সহশিল্পীদের নিয়ে অংশ নিবেন ছবিটির নানামাত্রিক প্রচারণায়। এমনটাই জানা গেছে প্রযোজনা প্রতিষ্ঠান আশীর্বাদ চলচ্চিত্র থেকে।

দেশভাগ, স্বজন হারানোর যন্ত্রণা, দেশান্তর- এগুলো ‘শঙ্খচিল’ ছবির বিষয়বস্তু। ছবিতে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ থেকে আরও যেসব শিল্পী আছেন- উষশী চক্রবর্তী, অরিন্দম শীল, অনুম রহমান খান, দীপংকর দে, প্রিয়াংশু চট্টোপাধ্যায়।

এতে দেখা যাবে, ১৯৪৭ সালের দেশভাগ এবং পরবর্তী সময়ে সীমান্তবর্তী এলাকার মানুষের সুখ-দুঃখের গল্প। এর শ্যুটিং হয়েছে ভারত-বাংলাদেশ সীমান্তসংলগ্ন পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার টাকি ও বাংলাদেশের কয়েকটি স্থানে।
ছবিটির প্রযোজনা করেছে ইমপ্রেস টেলিফিল্ম ও আশীর্বাদ চলচ্চিত্র। আগামী ১৫ এপ্রিল এটি ভারত ও বাংলাদেশে মুক্তি পাবে।-বাংলাট্রিবিউন
১২ এপ্রিল,২০১৬/এমটিনিউজ২৪/অন্তু

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে