মঙ্গলবার, ১২ এপ্রিল, ২০১৬, ১০:০৩:৩২

তার সাথে আবারও ২০ বছর পর মিলছেন সালমান খান

তার সাথে আবারও ২০ বছর পর মিলছেন সালমান খান

বিনোদন ডেস্ক : ১৯৯৪ সালে রাজকুমার সন্তোষীর ছবি ‘আন্দাজ আপনা আপনা’তে কাজ করেছিলেন বলিউড সুপারস্টার সালমান খান। সে সময় বক্তস অফিস হিট এ ছবি সালমানের ক্যারিয়ারে যোগ করে নতুনমাত্রা।

এত সফল ছবির নির্মাতার সাথে এরপর আর কখনোই কাজ করা হয়নি সালমান খানের। মাঝে পেরিয়ে গেছে ২০টি বছর। তবে নতুন খবর হচ্ছে, আবার এই নির্মাতার ছবিতে কাজ করতে যাচ্ছেন সালমান খান।

সম্প্রতি সালমান খান ঠিক করেছেন তিনি তার পুরনো সব হিটমেকারদের সঙ্গে ফের কাজ করবেন! যেমন ১৬ বছর পর সুরজ বরজাতিয়ার ‘প্রেম রতন ধন পায়ো’তে কাজ করলেন তিনি।

আপাতত ‘সুলতান’ নিয়ে ব্যস্ত আছেন ভাইজান। এছাড়া কবীর খানের পরবর্তী ছবিটাও হাতে রয়েছে। এরই মধ্যে কয়েক মাস ধরে রাজকুমার সন্তোষীর সঙ্গে কথা চলছিল।

শেষমেশ ইতিবাচক ইঙ্গিত মিলেছে ভাইজানের পক্ষ থেকে! শোনা যাচ্ছে, কমেডি আর অ্যাকশনে ভরপুর সেই ছবির স্ক্রিপ্ট বেশ মনে ধরেছে তার। ‘ফাটা পোস্টার নিকলা হিরো’ ফ্লপ হওয়ার পর রাজকুমার বেশ দমেই গিয়েছিলেন। এবার সালমান পাশে দাঁড়ানোয় পরিচালক ফের চাঙ্গা!
১২ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে