বিনোদন ডেস্ক : মানুষ অন্যকে পছন্দ করুক আর না করুক, কিন্তু নিজেকে নিজে ঠিকই পছন্দ করেন। এটাই স্বাভাবিক। কিন্তু শাহরুখ খানের বেলাতে ঘটলো এটি একদম উল্টো। অর্থাৎ শাহরুখ খান নাকি নিজেকে একদমই পছন্দ করেন না!
সম্প্রতি ‘ফ্যান’এর প্রচারে গিয়ে শাহরুখ জানালেন, ভক্তেরা তাকে যে চোখে দেখেন, নিজেকে সেই উচ্চতায় বসাতে পারেন না তিনি। নিজের ছবিও দেখেন না বিশেষ। দেখলেও সমালোচকের চোখেই দেখেন।’
তিনি বলেন, ‘যদি নিজেকে এতই পছন্দ করতাম, তাহলে পর্দায় বিভিন্ন চরিত্র সাজার আগে নিজের চরিত্রেই অভিনয় করতাম! আমি নিজের ফ্যান নই।
বাদশা শাহরুখ আরও বলেন, ‘ফ্যান’ শব্দটা এসেছে ‘ফ্যানাটিক’ থেকে। তার বদলে আমার ভক্তদের ‘অ্যাডমায়ারার’ বলতেই বেশি পছন্দ করি।’
তবে শাহরুখ খান জানিয়েছে, তিনি নিজের না হলেও সচিন টেন্ডুলকরের বিরাট বড় ফ্যান। সচিনের বায়োপিকে নাম-ভূমিকায় তাকেই দেখতে চান কিং খান!
১২ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন