মঙ্গলবার, ১২ এপ্রিল, ২০১৬, ১১:৪৪:৫৮

রাজবধূর কল্যাণে মুখোমুখি দেবদাস, পারবর্তী ও চন্দ্রমুখী

রাজবধূর কল্যাণে মুখোমুখি দেবদাস, পারবর্তী ও চন্দ্রমুখী

বিনোদন ডেস্ক : ‌অনেকদিন পর দেবদাসের মুখোমুখি হলেন পারবর্তী ও চন্দ্রমুখী। বলিউডের আলোচিত এই তিন চরিত্রের মানুষগুলো হচ্ছে শাহরুখ খান, ঐশ্বরিয়া রাই ও মাধুরী দীক্ষিত।

অনেকদিন হয় তারা মুখোমুখি হন না। সবাই ব্যস্ত নিজেদের কাজ নিয়ে। সেভাবে সময় পান না। তাই একও হতে পারেন না। তবে এবার এই তিন তারকা এক হয়েছেন ব্রিটিশ রাজবধূ কেট মিডলটনের কল্যানে।

গত রোববার, ভারতের মুম্বাইয়ে একটি নৈশভোজের আয়োজনে এই তিন দেবদাস তারকা ডাচেস অব ক্যামব্রিজের সঙ্গে একই ফ্রেমে বাঁধা পড়েন। রাজবধূর সামনে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাসের সেই ‘বলিউড সংস্করণ’ দীর্ঘ সময় পর আবারও হয়ে ওঠে জীবন্ত!

ব্রিটিশ রাজদম্পতি প্রিন্স উইলিয়াম ও কেট মিডলটন রোববার ভারত সফরে এসেছেন। সেদিন রাতেই মুম্বাইয়ের হোটেল তাজ মহল প্যালেসে তাদের সৌজন্যে একটি দাতব্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে বলিউডের সব নামী তারকা ছুটে আসেন রাজদম্পতির সঙ্গে একটুখানি সময় কাটাতে। তোলেন সেলফি, করেন টুইট।

সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অনিল কাপুর, সোনম কাপুর, অর্জুন কাপুর, ঋষি কাপুর, নিতু সিং, জ্যাকুলিন ফার্নান্দেজ, আলিয়া ভাট, পরিণীতি চোপড়া ও হুমা কুরায়েশির মতো তারকারা।

গায়ক ও সংগীত পরিচালক শংকর মহাদেবন অনুষ্ঠানে গান গেয়ে শোনান। নৃত্য পরিবেশন করেন কোরিওগ্রাফার শাম্
১২ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে